আরবিতে জুমা শব্দটির অর্থ একত্রিত হওয়া বা সমবেত হওয়া। মুসলিম সমাজের জন্য জুমার দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, জুমার দিন মুমিনের জন্য সাপ্তাহিক ঈদের দিন। জুমার সালাতের গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘যে ব্যক্তি ধারাবাহিকভাবে তিনটি জুমার জামাতে অনুপস্থিত থাকে (অলসতা করে বা উপযুক্ত কারণ ছাড়া), আল্লাহ তা’আলা তার অন্তরে মোহর মেরে দেন।’ অর্থাৎ সেই অন্তর হেদায়াত পাওয়ার অযোগ্য হয়ে যায়। জুমার নামাজে দেরি করে যাওয়া কিংবা দায়সারাভাবে জুমা আদায় করাও জুমার ব্যাপারে অলসতা হিসেবে গণ্য হয়। জুমার দিনে কুরআন তিলাওয়াত, দু’আ ও দরূদ পাঠের গুরুত্ব অপরিসীম। এই দিনটিকে কাজে লাগিয়ে অশেষ সওয়াব বা নেকি অর্জন করার কয়েকটি সহজ উপায় রয়েছে :
Weekly 1x
Weekly 1x
Weekly 1x
Weekly 1x
Weekly 1x
Weekly 1x
Weekly 1x
Weekly 1x
Weekly 1x
Weekly 1x
Weekly 1x
Weekly 1x
Weekly 1x
Weekly 1x
Weekly 1x
Looking forward to your feedback
sukria
surukorlam
ه
نعم
hi
ki
ইনশাআল্লাহ আজ থেকে শুরু করলাম