সন্তানের অবাধ্যতা কিভাবে নিয়ন্ত্রণ করবেন?

by Zaved Parvez's Tips
Parenting
Published: 3 years ago
|Updated: 3 years ago

“একবার, দুবার, তিনবার, বার বার বললেও সন্তান কথা শুনছে না। কখনও ধমক আবার এমনকি কখনও হয়ত গায়ে হাত তুলতেও হচ্ছে।” বাবা মায়েদের কাছ থেকে সন্তান সম্পর্কে পাওয়া অত্যন্ত প্রচলিত বক্তব্য। প্রশ্ন হচ্ছে, এর সমাধান কী? ঠিক কোন বিষয়টির সঠিক ফয়সালা করতে না পারার কারণে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? আমরা সন্তানের সাইকোলজি কি ঠিকভাবে বুঝতে পারছি? কোথাও ভুল হচ্ছে? নীচে এই সমস্যার সমাধানের কার্যকরী কিছু টিপস দেয়া হলঃ

5

Tasks

সন্তানের চোখের উচ্চতায়, চোখে চোখ রেখে, নরমভাবে কথা বলুন।

Once

কোনো কথা না শুনলে, মানতে না চাইলে তার পরিণতি সম্পর্কে সন্তানকে অবগত করুন।

Once

যেকোনো কথা, নির্দেশনার ক্ষেত্রে অপশন দিন। সেই অপশন অনুযায়ী সন্তানকে সিদ্ধান গ্রহণ করতে দিন। এতে তার মধ্যে ওনারশিপ আসবে।

Once

আপনি নিজে যা প্রতিশ্রুতি দিবেন তা রক্ষা করবেন। অন্যথায় সন্তানের কাছে মূল্য হারাবেন। কোনো কাজ করলে যদি পুরষ্কার দেয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকেন তাহলে সেটি পালন করুন। কোনো কাজ না করলে যদি শাস্তি দেয়ার কথা বলে থাকেন তাহলে শাস্তি প্রয়োগ করুন।

Once

সন্তানের সাথে অযথা রাগ দেখাবেন না। আপনার আচরণে এটি থাকতে হবে যে তার প্রতি আপনার আদর, ভালোবাসায় এতটুকু ঘাটতি নেই।

Once

Tags
avatar
Zaved Parvez's Tips

0 Comments

Looking forward to your feedback