ল্যাপটপের জন্য কোন ধরনের ব্যাগপ্যাক কিনবেন?

by Virtunus Tech Tips
Technology
Published: 2 years ago
|Updated: 2 years ago
previewImage

আপনার প্রিয় ল্যাপটপটি বাসা থেকে বাইরে নিয়ে যেতে আবার কাজ শেষে বাসায় নিয়ে আসতে ব্যাগপ্যাক রোজই ব্যবহার করছেন। কিন্তু এই ব্যাগপ্যাকটি আপনার ল্যাপটপকে কতটা সুরক্ষিত রাখছে বা কতদিন পর্যন্ত ব্যাগটি আপনি ব্যবহার করতে পারবেন সে বিষয়ে অনেকেরই হয়তো স্পষ্ট ধারণা নেই। আর সে জন্যেই আমাদের আজকের টিপসে থাকছে “আপনার ল্যাপটপের জন্য কোন ব্যাকপ্যাক কেনা সঠিক হবে” সে ব্যাপারে।

7

Tasks

১. আপনার ল্যাপটপের জন্য মানানসই ব্যাকপ্যাক কেনার আগে আপনার ব্যবহৃত ল্যাপটপটির আকার আকৃতি সম্পর্কে ভালোভেবে জেনে নিন।

Once

২. আপনার পছন্দ করা ব্যাকপ্যাকটি কি ধরনের উপাদান দিয়ে তৈরি কেনার আগে সেটি অবশ্যই যাচাই করে নিন।

Once

৩. যে ধরনের ব্যাগ স্বস্তির সাথে পরিবহন করতে পারবেন সে ওজনের ব্যাগ কিনুন।

Once

৪. যদি ল্যাপটপের সাথে অন্য জিনিষ পরিবহনের প্রয়োজন হয়ে থাকে, সে ক্ষেত্রে ব্যাকপ্যাকের আকৃতি কিছুটা বড় আকারের কেনাই শ্রেয়।

Once

৫. ব্যাকপ্যাকের স্ট্রাপ এবং হ্যান্ডেল আপনার ব্যবহারের জন্য আরামদায়ক মনে হচ্ছে কিনা সেটি খেয়াল করুন।

Once

৬. আপনার ব্যাকপ্যাকটিতে আলাদা ল্যাপটপ কম্পার্ট্মেন্ট আছে কি না, তা দেখে নিন।

Once

৭. ব্যাকপ্যাকের জিপার বা চেইন মজবুত এবং টেকশই কি না কেনার আগে তা যাচাই করে নিন। মেটাল জিপার এবং ভালো সেলাইযুক্ত চেইন ব্যাগপ্যাকে রয়েছে কিনা দেখে নিন।

Once

Tags
avatar
Virtunus Tech Tips

0 Comments

Looking forward to your feedback