ঘরোয়া উপাদান দিয়ে প্রাকৃতিক যে ব্যাথানাশকগুলো তৈরি করতে পারবেন

by 5-Minute Crafts Bangla
Health
Published: 3 years ago
|Updated: 3 years ago

মাথা ব্যথা, দাঁত ব্যথা, নতুন জুতো পরায় পায়ের আঙ্গুলে ব্যথা সহ আমাদের এমন নানান ছোটখাটো চোট নিয়মিত পেতে হয় যেগুলো চাইলে ঘরে তৈরি প্রাকৃতিক পেইন কিলারের মাধ্যমে দ্রুত কমিয়ে ফেলা সম্ভব। শতভাগ সাফল্যের কোনো নিশ্চয়তা এর নেই কিংবা বিশেষ রোগের চিকিৎসা হিসেবে এই পরামর্শগুলো কার্যকরী হবে বলে এগুলো বলা হচ্ছে না। নিচে বর্নিত প্রতিটি টিপস বা পরামর্শ ঘরোয়া সাধারণ সমস্যায় অন্য ঔষধ ব্যবহার না করে পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করে দেখতে পারেন।

9

Tasks

১. মাথা ব্যথা কমাতে ঘরে থাকা বাঁধাকপির বড় একটি পাতা খুলে নিয়ে কপালের উপর কিছুক্ষন দিয়ে রাখুন। ০:২০

Once

২. মাথাব্যথার জন্য আগেই কোনো প্রকার ঔষধ সেবন না করে ১০ থেকে ১২টি আমন্ড (almond) খেয়ে নিন। ১০:০৮

Once

৩. জুতো পরার ফলে যদি পায়ে কড়া পড়ে যায় তাহলে সেটি দূর করতে অ্যাসপিরিনের গুড়োর সাথে লেবুর রস মিশিয়ে ক্ষতস্থানে কিছু সময়ের জন্য লাগিয়ে রাখুন। ০:২৮

Once

৪. জুতো পরার কারনে পায়ের চামড়া ছিলে গেলে ক্ষতস্থানে পাতলা একটুকরো টমেটো রেখে স্থানটি ব্যান্ডেজ করে এক রাত রাখুন। ৫:০৪

Once

৫ পায়ের আঙ্গুল কোথাও ধাক্কা লাগার কারনে যদি প্রচন্ড ব্যথা অনুভূত হয়, সে ক্ষেত্রে মস্তিষ্কের মনোযোগ অন্যদিকে সরাতে যে পায়ে ব্যথা পান নি সেই পায়ে মালিশ করতে থাকুন। ৯:০৫

Once

৬ গরম চা, কফি পান করতে যেতে জিব পুড়ে গেলে সেই যন্ত্রনা কমাতে ধাতব চামচে চিনি লাগিয়ে জিবে সেই চামচ ১ মিনিট চেপে ধরে থাকুন। ৯ঃ৪২

Once

৭ দাঁতের ব্যথা কমাতে লঙ বা লবঙ্গের গুড়োর সাথে সামান্য অলিভ ওয়েল মিশিয়ে নিয়ে একটি পরিষ্কার পাতলা কাপড় তাতে ভিজিয়ে নিয়ে আক্রান্ত দাঁতের উপর ব্যথা না কমে আসা পর্যন্ত দিয়ে রাখুন। ৭ঃ২৫

Once

৮ দাঁতের ব্যথা কমাতে পুদিনা পাতা ২০ মিনিট গরম পানিতে ভিজিয়ে রেখে সেই রস দিয়ে কুলি করুন। ১১:১৫

Once

৯ রান্না করার সময় হাতে গরম পাত্রের ছ্যাকা লাগলে অ্যালোভেরার কাণ্ডের ছোট একটি অংশ কেটে নিয়ে আক্রান্ত স্থানে ঘষুন। ১:১২

Once

Tags
avatar
5-Minute Crafts Bangla

0 Comments

Looking forward to your feedback