যেভাবে কাটে এলন মাস্কের (Elon Musk) জীবনের একটি দিন

by Virtunus Daily Life Bangla
Daily Life
Published: 3 years ago
|Updated: 3 years ago
previewImage

ইলন মাস্ক (Elon Musk) প্রযুক্তির জগতে এক উজ্জ্বল নক্ষত্র যার জন্ম ২৮ জুন ১৯৭১। তিনি একজন উদ্যোক্তা এবং ব্যবসায়ী। তিনি SpaceX এর প্রতিষ্ঠাতা, সিইও এবং প্রধান প্রকৌশলী; প্রাথমিক পর্যায়ের বিনিয়োগকারী, টেসলা (Tesla Inc।) ইনকর্পোরেটেডের সিইও এবং প্রোডাক্ট আর্কিটেক্ট; দ্য বোরিং কোম্পানির প্রতিষ্ঠাতা; এবং Neuralink এবং OpenAI এর সহ-প্রতিষ্ঠাতা। ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় ২৮৫ বিলিয়ন মার্কিন ডলারের আনুমানিক মোট সম্পদের হিসাবে মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী। তার এই সাফল্য এমনি এমনি আসে নাই। এর পেছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম, একাগ্রতা, প্রচেষ্টা, ও নিয়মিত কাজ করার অভ্যাস। তাই, আপনিও যদি, তার মতো সাফল্য পেতে চান, তাহলে নিচের টিপসগুলো অনুসরণ করতে পারেন।

12

Tasks

সকাল ৭ টায় ঘুম থেকে উঠুন।

Daily 1x

ঘুম থেকে ওঠার পর গোসল করুন।

Daily 1x

সময় করে সকালের নাস্তা সেরে নিন।

Daily 1x

বাইরে যাওয়ার সময় এক কাপ কফি নিয়ে নিন।

Daily 1x

তারপর আপনার অফিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করুন।

Daily 1x

সকাল ৯ টায় অফিসে পৌঁছানোর পর, ইমেল, ফোন কলের উত্তর দিন এবং মিটিংয়ে অংশ নিন।

Daily 1x

বেলা ১:০০ টায় অফিসে দুপুরের খাবার খান।

Daily 1x

শেষ বিকেল আপনার ফ্যাক্টরিতে যান।

Daily 1x

সন্ধ্যা ৬টায় রাতের খাবার খান।

Daily 1x

রাত ৮:০০ টায় পরিবারের সাথে মজার সময় কাটান। কখনও কখনও, প্রিয় ভিডিও গেম খেলে বা সন্তান্দের সাথে দুর্দান্ত জিনিস তৈরি করুন।

Daily 1x

বাচ্চাদের ঘুমাতে নিয়ে যান এবং রাত ১০ টায় ইমেলের উত্তর দিন।

Daily 1x

রাত ১ টায় ঘুমাতে যান এবং গড়ে ৬ থেকে ৬.৩০ ঘন্টা ঘুমানোর লক্ষ্য রাখুন।

Daily 1x

Tags
avatar
Virtunus Daily Life Bangla

0 Comments

Looking forward to your feedback