আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা লাভ করতে যে কাজগুলো করবেন

by Islamic Lifestyle
Religion
Published: 2 years ago
|Updated: 2 years ago
previewImage

আল্লাহর সন্তুষ্টি লাভ করা প্রত্যেক মুমিনেরই জীবনের পরম লক্ষ্য হওয়া উচিত এবং সব সময় এই চেষ্টা করে যাওয়া উচিত যেন আল্লাহর ক্রোধ আপতিত হওয়ার মতো কোনো কাজ আমরা না করে ফেলি। এরপরও কুপ্রবৃত্তি ও শয়তানের প্ররোচনায় অনেক পাপ হয়ে যায়। আল্লাহ অসন্তুষ্ট হন এমন অনেক কাজে আমরা জড়িতে হয়ে যাই। এ রকম হয়ে গেলে দ্রুত অনুতপ্ত ও লজ্জিত হওয়া উচিত এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি অর্জনের চেষ্টা শুরু করা উচিত। আসুন আমরা এমন কিছু কাজের কথা জানি যে কাজগুলো করলে আল্লাহর ক্ষমা পাওয়া ও সন্তুষ্টি লাভ করা সহজ হয় :

6

Tasks

১. সদকা করুন। রসূল সা. বলেছেন, সদকা এমনভাবে গুনাহকে নির্বাপিত করে যেমন পানি আগুনকে নির্বাপিত করে। -আলবানী ফি সাহিহিত-তারগীব

Daily 1x

২. রোযা রাখুন। রসূল সা. বলেছেন, রোযা আল্লাহর শাস্তির সামনে ঢালস্বরূপ হয়। -সুয়ূতী ফিল জামিসগীর

Daily 1x

৩. বাবা মায়ের সাথে উত্তম আচরণ করুন, তাদের প্রতি কর্তব্যগুলো পালন করুন। আল্লাহ তাআলা বলেন, আর তোমার রব আদেশ দিয়েছেন যে, তোমরা তাঁকে ছাড়া অন্য কারো ইবাদাত করবে না এবং পিতা-মাতার সাথে সদাচরণ করবে। -সূরা ইসরা, আয়াত : ২৩

Daily 1x

৪. আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা কুরআনে মুমিনদের গুণাবলি বর্ণনা করতে গিয়ে বলেছেন, যারা কোন অশ্লীল কাজ করলে অথবা নিজদের প্রতি যুলম করলে আল্লাহকে স্মরণ করে, অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা চায়। -সূরা আলে ইমরান, আয়াত : ১৩৫

Daily 1x

৫. সৎ কাজের আদেশ করুন, অসৎ কাজে বাঁধা দিন।

Daily 1x

৬. গভীর রাতে আল্লাহর সামনে দাঁড়ান। নামায পড়ুন এবং নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা কুরআনে মুমিনদের গুণাবলি বর্ণনা করতে গিয়ে বলেন, তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হয়। তারা ভয় ও আশা নিয়ে তাদের রবকে ডাকে। আর আমি তাদেরকে যে রিয্ক দান করেছি, তা থেকে তারা ব্যয় করে। -সূরা সাজদা, আয়াত : ১১৬

Daily 1x

Tags
avatar
Islamic Lifestyle

0 Comments

Looking forward to your feedback