যোগাযোগের দক্ষতা বাড়ানোর ১০টি উপায়

by Ayman Sadik's Tips
Self-Development
Published: 3 years ago
|Updated: 2 years ago

আমরা প্রতিদিন যত কাজ করি তার সবগুলোতেই আমাদের কারো না কারো সাথে যোগাযোগ করার দরকার পড়ে। সরাসরি কথাবলা থেকে শুরু করে মেসেজ, ফোন কল, ই-মেইল, প্রেজেন্টেশন এর সবগুলোই কমিউনিকেশন বা যোগাযোগের গুরুত্বপূর্ণ অংশ। ঠিকভাবে কমিউনিকেট করতে না পারলে অনেক ভালো আইডিয়াও যথাযথভাবে উপস্থাপন করা সম্ভব হয় না। যার ফলে অনেক ভালো প্রজেক্টও মুখ থুবড়ে পরে। তাই নিজের কমিউনিকেশন স্কিল বা যোগাযোগের ক্ষমতার উন্নতি করার জন্যে নিচের উপায়গুলো অবলম্বন করে দেখতে পারেন।

10

Tasks

১. কারো সাথে কথা বলার সময় সঠিকভাবে তার নাম বলুন এবং সঠিক সম্বোধন ব্যবহার করুন।

Once

২. কথার মাঝে "অ্যাঁ, উমম" এ ধরনের শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকুন।

Once

৩. কারো সাথে কথা বলার সময় সম্পূর্ণভাবে তার দিকে ঘুরে সোজা হয়ে কথা বলুন।

Once

৪. কেউ কোনো প্রশ্ন করলে আই কন্টাক্ট করে উত্তর দিন।

Once

৫. যতটা সম্ভব হাসুন। আপনার নিজের ভেতরে থাকা এনার্জি আশেপাশের সবার মাঝে ছড়িয়ে দিন।

Once

৬. কেউ কিছু বললে সেটি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন।

Once

৭. নতুন কোনো আলোচনাতে "স্ট্রাইক" করতে শিখুন।

Once

৮. কোনো বিষয়ে সমালোচনা করতে হলে "বার্গার মেথড" ফলো করুন।

Once

৯. যুক্তিছাড়া তর্কে জেতার চেষ্টা করবেন না।

Once

১০. কথোপকথনের সময় সুন্দর স্মৃতিগুলো মনে করার (recall) করার চেষ্টা করুন।

Once

Tags
avatar
Ayman Sadik's Tips

1 Comments

Looking forward to your feedback

  • ? ????? ??????.
    3 years ago

    আইমান ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর সুন্দর কার্যকরি টিপস আমাদের মাঝে শেয়ার করার জন্য।।। এতো মধ্যে পাচঁটি টিপস আমার মধ্যে আগে থেকে আছে ভাইয়া। তবে বাড়তি আরো টিপস পেয়ে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ❤️❤️

    1