আপনি কি কখনও থমকে গেছেন? আপনি কি কখনো এমন জায়গায় গিয়েছেন যেখানে আপনি হতাশ, দু:খি, চিন্তিত বা চাপে ছিলেন?
সাধারণত এমন অবস্থা তৈরি হয় ক্ষমা না করতে পারার ফলে। অপূরণীয় প্রত্যাশাই জীবনকে ভারাক্রান্ত করে তোলে। তাই আসুন কাউকে ক্ষমা করার জন্য নীচের টিপসগুলি অনুসরণ করিঃ
8
Tasks
১. মনে রাখবেন কেউ আপনার বিরুদ্ধে নয়, তারা কেবল নিজের পক্ষে কাজ করছে।
Daily 1x
২. যারা আপনার সাথে অন্যায় করেছে তাদের ক্ষমা করে দিন।
Daily 1x
৩. তাদের অতীতের কৃতকর্মগুলো দেখুন।
Daily 1x
৪. তারা যা করেছে সেটা কেন করেছে তা খুঁজে বের করার চেষ্টা করুন।
Daily 1x
৫. সত্যকে অনুধাবন করে সে অনুযায়ী নিজের চাহিদাকে সাজিয়ে নিন।
Daily 1x
৬. আগামীতে ভাল কিছু হবে, এই ভেবে পুরোনো যন্ত্রনাদায়ক ঘটনাগুলোকে স্মৃতি থেকে মুছে ফেলুন।
Daily 1x
৭. সহজে যাতে বিরক্ত না হন সে জন্যে নিজের ধৈর্য ক্ষমতা বাড়ানোর চেষ্টা করুন।