প্রতিবেশীর প্রতি কর্তব্য

by Islamic Lifestyle
Religion
Published: 2 years ago
|Updated: 2 years ago
previewImage

আমাদের আশেপাশে যারা থাকেন, সবাই আমাদের প্রতিবেশী। আমাদের পাশে যারা বসবাস করেন অথবা সহপাঠী, সহকর্মী, সফরসঙ্গী -সবাইকেই প্রতিবেশী বলা যায়। ইসলামে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, প্রতিবেশীর কাছে ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ। রসূল সা. বলেছেন, خير الأصحاب عند الله خيرهم لصاحبه، وخير الجيران عند الله خيرهم لجاره আল্লাহর কাছে উত্তম বন্ধু হলো সেই ব্যক্তি যে তার সঙ্গী বা বন্ধুদের কাছে উত্তম এবং উত্তম প্রতিবেশী আল্লাহর কাছে সেই ব্যক্তি যে তার বাস্তব প্রতিবেশীদের কাছে উত্তম বলে বিবেচিত হন। -মুসনাদে আহমদ আসুন প্রতিবেশীর প্রতি আমাদের কর্তব্যগুলো জানি :

7

Tasks

১. বিপদে আপদে প্রতিবেশীর পাশে থাকুন। সামর্থ্য অনুযায়ী যথাসাধ্য তাকে সাহায্য করার চেষ্টা করুন। ‍ঋণ চাইলে ঋণ দিন।

Daily 1x

২. অসুস্থ হলে প্রয়োজন অনুযায়ী প্রতিবেশীর শুশ্রুষা করুন বা তাকে দেখতে যান।

Daily 1x

৩. প্রতিবেশীর প্রতি সহানুভূতিশীল হোন, তার দুঃখে দুঃখী হোন, তার সুখে সুখী হোন এবং তাকে অভিবাদন জানান।

Daily 1x

৪. তার কোনো রকম ক্ষতি বা অসুবিধার কারণ না হওয়ার চেষ্টা করুন।

Daily 1x

৫. বাড়ি বা কোনো দেয়াল নির্মাণের সময় প্রতিবেশীর সাথে আলোচনা করে, তার সুবিধা-অসুবিধা বুঝে নিন।

Daily 1x

৬. প্রতিবেশীকে নিজের আনন্দ, উৎসব ও ভালো খাবারে শরিক করুন। ভালো কিছু রান্না হলে তার বাসায় পাঠান, তাকে হাদিয়া দিন।

Daily 1x

৭. প্রতিবেশী মারা গেলে তার জানাযায় শরিক হোন এবং লাশ দাফনে সহযোগী হোন।

Once

Tags
avatar
Islamic Lifestyle

0 Comments

Looking forward to your feedback