শিশুদের মোবাইল আসক্তি দূরের ৩টি উপায়ঃ

by Sheikh Ahmadullah's Tips
Parenting
Published: 3 years ago
|Updated: 2 years ago

বর্তমান যুগে শিশুদের মোবাইল আসক্তি এক ভয়াবহ মহামারীর আকার ধারণ করেছে। এর ফলে ব্যাহত হচ্ছে তাদের সুস্থ মানসিক বিকাশ, নষ্ট হচ্ছে শারীরিক সুস্থতা। তারা চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলছে। ধীরে ধীরে হারিয়ে ফেলছে নিরবিচ্ছিন্ন মনোযোগ, তীক্ষ্ম স্মৃতিশক্তি, ও ধৈর্যের মতো গুলাবলি। নতুন প্রজন্মের এই আসক্তি দূর করার জন্য বাবা-মাকে সচেতন হতে হবে। বুদ্ধি খাটিয়ে শিশুদের অন্য কোনো উদ্ভাবনমুখী কাজে আগ্রহী করে তুলতে হবে। শিশুদের মোবাইল আসক্তি দূর করার ৩টি উপায় নিচে দেওয়া হল :

3

Tasks

১। আপনার সন্তানকে মোবাইল নয়, সময় দিন। অন্যরকম বিজ্ঞানবাক্সের মতো উদ্ভাবনমুখী গ্যাজেট কিনে দিন।

Once

২। শারীরিক কসরতের জন্য সাইকেল কিনে দিন, খেলাধুলার প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিন।

Once

৩। নিজের মোবাইল আসক্তি দূর করুন (যদি থাকে)।

Once

Tags
avatar
Sheikh Ahmadullah's Tips

0 Comments

Looking forward to your feedback