কীভাবে করবেন একটি চমৎকার ও মনেরাখার মতো উপস্থাপনা (প্রেজেন্টেশান)?- জেনে নিন ৭টি অত্যন্ত কার্যকরী কৌশল

by Practical Psychology Bangla
Life Hack
Published: 3 years ago
|Updated: 3 years ago

জীবনের বিভিন্ন সময়ে আমাদের সকলকে কোন না কোন প্রেজেন্টেশান দিতে হয়। এটি হতে পারে আপনার স্কুল, কর্মক্ষেত্র, বা অন্য কোন প্রতিষ্ঠানের জন্য। প্রেজেন্টেশানটি আপনি যেখানেই বা যাদেরকে উদ্দেশ্য করেই দিন না কেন, শ্রোতাদের মনে দাগ কাটাই থাকে আপনার একমাত্র উদ্দেশ্য। তাই, আপনাদের সেই গোপন কৌশলগুলোর কথা জানাবো, যা দিয়ে আপনি আপনার প্রেজেন্টেশানটি করে তুলতে পারেন অতুলনীয় ও দীর্ঘ দিন মনেরাখার মতো।

6

Tasks

১। আপনার শ্রোতারা আপনার কাছ থেকে কি ধরেনের বিষয়বস্তু প্রত্যাশা করছে সে বিষয়ে বিস্তারিত ধারণা রাখুন।

Once

২। বিষয়বস্তু সম্পর্কে ধারনা তৈরি করতে নির্দিষ্ট কাঠামো ব্যবহার করুন।

Once

৩। কোন একটি ধারণা ব্যাখ্যা করতে চার্ট, গ্রাফ, এবং ইনফোগ্রাফিক্সের মতো ভিজ্যুয়াল ব্যবহার করুন।

Once

৪। আপনার উপস্থাপনার মূল বিষয়গুলি দর্শকদের মনে রাখতে উৎসাহিত করার জন্য আগের স্লাইডগুলি পুনরাবৃত্তি করুন।

Once

৫। গল্প বলার মাধ্যমে আপনার উপস্থাপনার মূল বিষয়গুলো ব্যাখ্যা করার চেষ্টা করুন।

Once

৬। শ্রোতাদের সাথে সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী মানসিক সম্পর্ক স্থাপনের জন্য সঠিক ও নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করুন।

Once

Tags
avatar
Practical Psychology Bangla

0 Comments

Looking forward to your feedback