যেভাবে নিজেকে হ্যান্ডসাম ও আকর্ষণীয় করে তুলবেন

by Startup BD's Tips
Self-Development
Published: 3 years ago
|Updated: 3 years ago

সকলেই অন্যদের তুলনায় একটু বেশি মনোযোগ পেতে ভালোবাসে। একই মজলিশে মানুষ চায় সে যেন অন্য সবার চাইতে আকর্ষণীয় ও সম্মোহনী ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হয়। মানুষের স্বাভাবিক প্রবৃত্তিই হলো এই যে; আগে দর্শনধারী পরে গুণবিচারী। সুতরাং নিজেকে হ্যান্ডসাম ও আকর্ষণীয় করে তুলতে অনুসরণ করতে পারেন নিচের ৫টি টিপস।

5

Tasks

১। চুলের অনেক বেশি যত্ন নিন। চেহারার গঠন অনুযায়ী চুলের কাটিং (হেয়ার স্টাইল) বাছাই করুন।

Once

২। চেষ্টা করুন আপনার হাঁটার স্টাইলকে আরো আকর্ষণীয় করে তোলার।

Once

৩। বডি স্প্রে ব্যবহার করুন।

Daily 1x

৪। নিয়মিত ব্যায়াম করুন। যেমনঃ পুশআপ, পুলআপ ইত্যাদি ধরনের ব্যায়াম করতে পারেন ।

Daily 1x

৫। যোগাযোগের দক্ষতা (কমিউনিকেশন স্কিল) উন্নত করুন, আত্মবিশ্বাসের সাথে কথা বলুন।

Once

Tags
avatar
Startup BD's Tips

0 Comments

Looking forward to your feedback