রমযানে ঋতুবতী নারীদের ইবাদত পরিকল্পনা

by Sheikh Ahmadullah's Tips
Religion
Published: 3 years ago
|Updated: 3 years ago

রামযান মাসে আমাদের মা বোনদের অনেক সময় মাসিক শুরু হয়ে যায়, যে কারণে তারা অনেক ইবাদত করতে পারেন না যেমন রোযা রাখতে পারেন না, নামায পড়তে পারেন না। তখন অনেকে খুব মন খারাপ করেন। আজকে আমরা আলোচনা করবো একজন নারী কীভাবে ঋতুবতী অবস্থায়ও তার রমযানের সময়কে অর্থবহ ও স্বার্থক করতে পারেন, এমন কি কদরের রাতেও যদি কেউ ঋতুবতী থাকেন, তিনি কীভাবে ইবাদতগুযার বান্দাদের কাতারে শামিল হতে পারেন।

6

Tasks

১. আল্লাহর ফয়সালা মেনে নিন। আল্লাহ আপনাকে যে অসুস্থতা বা যে অবস্থায় রেখেছেন এটাকে মেনে নেওয়াও ইবাদত।

Daily 1x

২. রমযানের আগেই এই মাসটিতে অনেক নেক কাজ করার পরিকল্পনা বা নিয়ত করে ফেলুন। কোনো নেক কাজের নিয়ত করার পর কোনো অসুবিধার কারণে তা করতে পারলেও আল্লাহ সওয়াব দিয়ে দেন।

Once

৩. অন্যদের রোযা ও ইবাদতে সাহায্য করুন, উদ্বুদ্ধ করুন। যেমন সাহরি ও ইফতারের ব্যবস্থা করা, সাহরির জন্য ডেকে দেওয়া, নামাযের কথা স্মরণ করিয়ে দেওয়া ইত্যাদি।

Daily 2x

৪. বেশি বেশি জিকির করুন, দোয়া পড়ুন। সকাল সন্ধ্যার দোয়া ও জিকিরগুলো করুন। দরূদ পড়ুন।

Daily 2x

৫. কুরআন তিলাওয়াত শুনুন। অর্থ না বুঝলে অর্থসহ তিলাওয়াত শুনুন, আল্লাহর বক্তব্য নিয়ে চিন্তা ভাবনা করুন।

Daily 2x

৬. আত্মীয়-স্বজনের হক আদায় করুন, হাদিয়া দিন, রোযাদারদের ইফতার করান, দান সদকা করুন।

Daily 1x

Tags
avatar
Sheikh Ahmadullah's Tips

0 Comments

Looking forward to your feedback