সবজি খুবই পুষ্টিকর একটা খাবার। সবজি খাবারটাকে অনেকভাবেই রান্না করা যায়। কিন্তু ডালের সাথে সবজির মিশ্রনটা একটু বেশিই মজাদার। এই ডাল সবজি পোলাও, প্লেইন ভাত, রুটি, পরোটা, লুচি দিয়েও খেতে পারবেন।
তাহলে দেখে নিন এই চমৎকার ডাল সবজি রেসিপিটি-
প্রয়োজনীয় উপকরণের তালিকাঃ
১ কাপ মুগ ডাল
৪কাপ পানি
১ টেবিল চামচ হলুদের গুড়া
২ টেবিল চামচ লবণ
৩ টেবিল চামচ ভোজ্য তেল
দেড় টেবিল চামচ পাঁচ ফোড়ন
২ টা শুকনা মরিচ
১ টি তেজপাতা
১/২ কাপ পিঁয়াজ কুচি
৩ টি রসুন কুচি
১/২ টেবিল চামচ মরিচের গুড়া
১/২ টেবিল চামচ ধনে গুড়া
১/২ কাপ ফুলকপির টুকরা
১ টি গাজরের টুকরা
১/২ কাপ বরবটির টুকরা
কোয়ার্টার কাপ ফ্রিজে রাখা মটরশুঁটি
১টি টমেটো কুচি
১/২ টেবিল চামচ ভাজা জিরার গুড়া
১ টেবিল চামচ ঘি
২ টেবিল চামচ ধনে পাতা
17
Tasks
১। চুলার উপড়ে একটি প্যানে ১ কাপ মুগ ডাল দিয়ে দিন।
Once
২। মিডিয়াম আঁচে ৩ থেকে ৪ মিনিট ভাজতে থাকুন যতক্ষণ না পর্যন্ত ডালের ঘ্রাণ বের হয় ।
Once
৩। ডাল ভাজা হয়ে গেলে , এর মাঝে পরিমানমতো পানি ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে নিন।
Once
৪। তারপর গরম পানি ফেলে দিয়ে , ২ থেকে ৩ মিনিট ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।
Once
৫। ডালগুলো ধোয়া হয়ে গেলে অন্য একটি প্যানে ঢেলে নিন।
Once
৬। এবার ৩ কাপ পানি, কোয়ার্টার চামচ হলুদের গুড়া, ১ টেবিল চামচ লবণ, এবং ১ টেবিল চামচ তেল দিয়ে দিন।
Once
৭। মিডিয়াম আঁচে ২০ মিনিট রান্না করতে থাকুন যতক্ষণ না ডালগুলো নরম হয়ে যাচ্ছে।