অনেক সময় দেখা যায় চমৎকার একটা বই পড়া হয়ে গেলো। কিন্তু দিনশেষে বইয়ের কোর টপিকগুলো আর মনে থাকছে না। বইয়ের কোন একটা quote বা ফর্মুলা বা থিওরি খুব ভালো মত দেখে রাখলেও, লেখার সময় মগজে তার আর হদিসও পাওয়া যাচ্ছে না।
এমন ক্ষেত্রগুলোতে নিচের ১০টি টিপস্ দারুণ কাজে আসবে।
10
Tasks
১। বইয়ের শেষ পাতায় গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা তালিকে তৈরি করুন।
Once
২। কোনো বিষয় বা টপিক না বুঝলে তা মার্ক করে রাখুন।
Daily 1x
৩। অনেক বেশি গুরুত্বপূর্ণ কোনো শব্দ বা বাক্য পরবর্তীতে সহজেই রিভাইস করার জন্য হাইলাইটার ব্যবহার করুন।
Daily 1x
৪। সক্রিয়ভাবে শেখার ক্ষেত্রে বই পড়া শুরু করার আগে এক্সাইটমেন্ট ভাইব তৈরি করুন।
Once
৫। যে কোন সময়কে রিভাইসের কাজে লাগান।
Daily 1x
৬। বিষয়ভিত্তিক পড়াশুনার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুসরণ করুন।
Daily 1x
৭। কোন বিষয় বুঝতে সমস্যা হলে বন্ধুদের সাহায্য নিন।
Weekly 2x
৮। স্পীড রিডিং মেথড ব্যবহার করুন।
Daily 1x
৯। নিজে শিখে তা অন্যকে শেখানো।
Weekly 1x
১০। নিজের জীবনধারা বা পারিপার্শ্বিক পরিবেশ অনুযায়ী পড়াশুনা করার একটা সিস্টেম তৈরি করুন।