যেভাবে প্রতি মাসে আরো বেশি সঞ্চয় করবেন- অর্থ সঞ্চয়ের ৭টি মনস্তাত্ত্বিক কৌশল
by Practical Psychology Bangla
Finance
Published: 2 years ago
|Updated: 2 years ago
ছোটবেলা থেকেই আপনার অর্থ সঞ্চয়ের অভ্যাসটি যদি গোড়ে না ওঠে, তাহলে পরবর্তী জীবনে কীভাবে সঞ্চয় করতে হয় তা শেখা আপনার জন্য বেশ কঠিন মনে হতে পারে ।
মূলত, আপনার মানসিকতা দ্বারাই আপনার ব্যয় করার প্রবণতা প্রভাবিত হয়ে থাকে। সুতরাং, আপনি যদি ব্যয়ের পিছনে সেই মনস্তাত্ত্বিক বিষয়গুলো আয়ত্ত করতে পারেন, তাহলে অন্যদের থেকে আপনি অনেক এগিয়ে থাকবেন।
তাই, এখানে আমি ৭টি মনস্তাত্ত্বিক কৌশল ব্যাখ্যা করব যা আপনাকে প্রতি মাসে আরও বেশি অর্থ বাঁচাতে সাহায্য করবে।
২। একটি সঞ্চয়ী হিসাব (সেভিংস অ্যাকাউন্ট ) খুলুন। অ্যাকাউন্টটি এমনভাবে সেট আপ করুন, যেন আপনার উপার্জনের একটি নির্দিষ্ট অংশ প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে ( অটোমেটিকালি ) সেই অ্যাকাউন্টে জমা হয়, যেখান থেকে আপনি ইচ্ছা করলেই টাকা উত্তোলন করতে পারবেন না।
Once
৩। আপনার মাসিক আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব রাখুন।
Monthly 1x
৪। বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত হয়ে অপ্রয়োজনীয় জিনিস কেনা এড়িয়ে চলুন।
Once
৫। প্রয়োজনীয়তা বুঝে জিনিস ক্রয় করুন। আগে অনুধাবন করার চেষ্টা করুন, জিনিসটি এখনই কিনতে হবে নাকি পরে কিনলেও চলবে।
Once
৬। প্রতিটি জিনিসের মূল্য, প্রতি ঘন্টায় আপনার আয়ের সাথে তুলনা করুন দেখুন।