যে ১০টি উপায়ে পড়ালেখা করলে পরবর্তী পরীক্ষাতে ভালো ফল আশা করতে পারেন
by Thomas Frank Bangla
Education
Published: 3 years ago
|Updated: 3 years ago
ফরাসি দার্শনিক ভলতেয়ার একবার বলেছিলেন যে, "নির্ভুল হচ্ছে ভালোর শত্রু"।
কোনো পরীক্ষায় ভালো নম্বর তোলা হচ্ছে সোনার হরিণকে তাড়া করাই নয়, ধরেও ফেলা।
আপনি যদি কলেজের এমন শিক্ষার্থী হয়ে থাকেন যে আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি
নিচ্ছে, তাহলে আপনার উচিৎ হবে নিচে বর্ননা করা কার্যকর উপায় অনুসরণ করে পড়ার চেষ্টা করা।
শিক্ষা বিষয়ে মোটিভেশনাল ভিডিও তৈরির জন্য বিখ্যাত টমাস ফ্রাঙ্কস এ ব্যাপারে ১০টি টিপস দিয়েছেন।
যদি এর সবগুলো পদ্ধতি মেনে আপনি পড়ালেখা করতে পারেন, তাহলে আপনি উপকৃত হবেন বলে আশা করা যায়।
10
Tasks
১. পরীক্ষা শুরুর মিনিট কয়েক আগে কিছু এমন কিছু আনুষ্ঠানিকতা পালন করে নিতে পারেন যেগুলো আপনার পরীক্ষার ভয় কমিয়ে আনবে। যেমন - একটি রাফ করার কাগজে আপনার ভয়গুলো লিখে ফেলা বা পরীক্ষায় আপনি ভুলে যেতে পারেন এমন পয়েন্টগুলো লিখে ফেলা।
Once
২. আপনার প্রশ্নপত্রে এমন প্রশ্ন খুঁজে বের করুন যেগুলো থেকে আপনি অন্য প্রশ্নের উত্তর বা সংকেত খুঁজে পেতে পারেন।
Once
৩. চিট কার্ড প্র্যাক্টিস পদ্ধতি অনুশীলন করুন এবং তাতে আপনার মতে যে তথ্যগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো লিখে ফেলুন।
Once
৪. আপনার নোট, পড়ার গাইড এবং অন্যান্য উপকরণ থেকে নিজের জন্যে কুইজ তৈরি করুন।
Once
৫. পরীক্ষার সময়ের মতন অবস্থা তৈরি করে সে পরিবেশে পড়তে বসুন এবং চেষ্টা করুন পরীক্ষার এই পরিবেশটি যেন বাস্তব সম্মত হয়।
Once
৬. পরীক্ষার হলে বসে যদি কোনো প্রশ্নে আটকে যান তাহলে যেখানে বসে আপনি সে বিষয়ে পরেছিলেন সেই পরিবেশের কথা কল্পনা করুন।
Once
৭. পড়ার দীর্ঘ সেশন শেষে মিনিট পাঁচেকের ছোট বিরতি নিন এবং একটি পূর্ন রিভিও সেশন শেষ হলে কিছুক্ষন বাইরে থেকে হেঁটে আসুন।
Once
৮. আপনার পড়ার সময়সূচী এবং পড়ার কৌশল তৈরি করতে Hofstadter law প্রয়োগ করতে পারেন।
Once
৯. আপনার ছোটখাটো কাজগুলো একসাথে জমিয়ে একবারে সম্পন্ন করুন, যাতে আপনার দীর্ঘ পড়ার সেশনে অন্যকোনো কাজ এসে না পরে।
Once
১০. নিজের পরীক্ষাগুলোকে আপনি গুরুত্বপূর্ণ, সুন্দর, কোনো কিছু মনে করার বিশেষ কৌশল হিসেবে চিন্তা করুন। পরীক্ষা কোনো কিছু শেখার একটি প্রক্রিয়া এই ব্যাপারটি নিজেকে বোঝানোর চেষ্টা করুন।