ইয়াকুব আ.-এর জীবন থেকে শিক্ষা

by Mizanur Rahman Azhari's Tips
Religion
Published: 3 years ago
|Updated: 3 years ago

ইয়কুব আ. ইসহাক আ. -এর সন্তান এবং ইউসুফ আ.-এর পিতা। তার উপাধী ছিল ইসরাইল বা আল্লাহর বান্দা। তার বংশধরদেরকেই বনী ইসরাইল বলা হয়। তার দুই জন স্ত্রী ও বারো জন পুত্র সন্তান ছিল। জন্মস্থান কিনআন থেকে ইরাকের হাররানে মামার কাছে যাওয়ার পথে তিনি স্বপ্নে নবুয়্যত লাভের সুসংবাদ পান। তখন তিনি আল্লাহর কাছে মসজিদুল আকসা পুনর্নির্মাণসহ কিছু অঙ্গীকার করেছিলেন। পরবর্তীতে কিনআনে ফিরে তিনি অঙ্গীকারগুলো পূর্ণ করেন। তিনি আল্লাহর পক্ষ থেকে বড় একটি পরীক্ষায় পড়েছিলেন। তার দশ ছেলে একজোট হয়ে ষড়যন্ত্র করে আরেক ছেলে ইউসুফ আ.-কে তার থেকে দূরে সরিয়ে দেয়। অনেক চেষ্টা করেও দীর্ঘ দিন তিনি ছেলের সন্ধান পাননি। ছেলের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যান। তবুও আল্লাহর ওপর তার ভরসা অটুট ছিল। তার রহমত পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী ছিলেন। নিজের দুঃখ দুর্দশার কথা তিনি একমাত্র আল্লাহর কাছেই বলতেন। পরবর্তীতে তিনি ছেলেকে খুঁজে পান, আল্লাহ তার দৃষ্টিশক্তিও ফিরিয়ে দেন। ১৪৭ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

6

Tasks

১. নিজের অঙ্গীকার বা প্রতিশ্রুতি রক্ষা করুন।

Daily 1x

২. সন্তানদেরকে সৎ ও উত্তম উপদেশ দিতে থাকুন। তারা ভুল করে ভুল বুঝতে পারলে ক্ষমা করুন।

Daily 1x

৩. আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাসী হোন। বিপদে পড়লে আল্লাহকে ডাকুন। তার কাছে সাহায্য প্রার্থনা করুন।

Daily 1x

৪. বিপদে ধৈর্য ধারণ করুন।

Daily 1x

৫. আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। অল্পতেই হাল ছেড়ে দেবেন না বা ভেঙে পড়বেন না।

Daily 1x

৬. আল্লাহর ওপর তাওয়াক্কুল করুন অর্থাৎ নিজে যথাসাধ্য চেষ্টা করার পর আল্লাহর ওপর ভরসা রাখুন।

Daily 1x

Tags
avatar
Mizanur Rahman Azhari's Tips

1 Comments

Looking forward to your feedback

  • Abida Jahan Su.
    2 years ago

    আলহামদুলিল্লাহ

    0