পড়া মনে রাখার সেরা ও কার্যকর কিছু কৌশল

by প্রহেলিকার টিপস
Education
Published: 3 years ago
|Updated: 3 years ago

দিনে ১০/১২ঘন্টা না পড়ে ৩ থেকে ৪ ঘন্টা পড়াশোনা করলেই যথেষ্ট কাজ হবে, যদি আপনি তা সঠিক এবং কার্যকর উপায়ে করতে পারেন। আমাদের মস্তিষ্ক তখনি সবচাইতে ভালোভাবে কাজ করে যখন আমরা কোন কিছু শেখার জন্যে পড়ি ৷ আমরা যখন কোন তথ্য মুখস্থ করি কিন্তু সেটা পরবর্তে আর ব্যবহার না করি, তখন সেটা আমাদের বেশীদিন মনে থাকে না। পড়ার পর যদি সেটা মনেই না থাকে, তাহলে এর কোনো মুল্য থাকে না। এমন কিছু বিজ্ঞানসম্মত কৌশল রয়েছে যেগুলো মেনে চললে আপনি সহজেই পড়া মনে রাখতে পারবেন৷ এমন কয়েকটি কৌশল নিচে দেয়া হলোঃ

7

Tasks

১. আপনি শুধু পড়বেনই না, সেটা শিখবেনও - এই মানসিকতা নিয়ে পড়ুন।

Once

২. কঠিন কোন ব্যাপারে পড়ার সময়, সেটা যাতে আর দ্বিতীয়বার পড়া না লাগে, তাই অল্প পড়েই বুঝে গেছেন নিজেকে এ ধরনের মিথ্যা আশা দেয়া থেকে বিরত থাকুন।

Once

৩. কোন বিষয়ে পড়ার পর, সেটা যতটা সম্ভব সহজভাবে নিজের মতো করে খাতায় লিখে ফেলুন। আপনার লেখার সাথে পড়া বিষয়টি মিলছে কিনা সেটা মিলিয়ে নিন।

Once

৪. টেকনিক্যাল বা কঠিন কোন শব্দের পরিবর্তে সহজে বোঝা যায় এরকম শব্দ ব্যবহার করে পড়ুন।

Once

৫. কোন বিষয়ে পড়ার পর ২০-৩০ মিনিট বিরতি দিয়ে সে বিষয়েই আবারো পড়ুন। এরপর ২ - ৩ ঘন্টা পরে, তারপর ১দিন পরে, সব শেষে ২-৩ মাস পর টপিকটি পুনরায় পড়ুন ৷

Once

৬. একটানা না পড়ে বিরতি নিয়ে পড়ার অভ্যাস করুন।

Once

৭. সব সময় সকালের সময়টাতে পড়াশোনা করুন।

Daily 1x

Tags
avatar
প্রহেলিকার টিপস

0 Comments

Looking forward to your feedback