কারো খারাপ ব্যবহারের কারনে মনে আঘাত পেলে / অপমানিত বোধ করলে যা করবেন

by আলোর পথের টিপস
Religion
Published: 3 years ago
|Updated: 3 years ago

কথায় বলে, ভালো মানুষেরাই পৃথিবীতে বেশি কষ্টের শিকার হয়। অনেকে আঘাত পেলে বা অপমানিত হলে তার ফল স্বরূপ অন্যের সাথে খারাপ ব্যবহার করে থাকে আবার অনেকে বুঝতে পারে না তার কি করা উচিত। আমাদের সবার উচিত প্রতিশোধ নীতি পরিহার করে চলা। কারো কাছ থেকে আঘাত পেলে বা অপমানিত হলে যে কাজগুলো করা যেতে পারে তার কয়েকটি নিচে দেয়া হলোঃ

5

Tasks

১. নিজের কাছে স্বচ্ছ থাকুন। এমন কিছু করবেন না যাতে পরবর্তীতে নিজের কাছে নিজেকে ছোট মনে হয়।

Once

২. কোনো মানুষকে বিশ্বাস করার যাচাই করে নিন সে আপনার বিশ্বাসের যোগ্য কিনা।

Once

৩. কারো কথায় প্ররোচিত হয়ে অসৎ কোনকাজ করবেন না। কেউ যদি আপনার মর্ম না বোঝে,আপনাকে মূল্যায়ন না করে তার জন্য নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিবেন না।

Once

৪. নিজের দুর্বলতাকে হাতিয়ার হিসেবে গড়ে তুলুন। আপনি নরম মনের মানুষ হলে এটাকেই আপনার পুঁজি করে সামনে এগিয়ে যান।

Once

৫. ক্ষমা করতে শিখুন। তবে যদি বারবার একই মানুষ দ্বারা আপনি আঘাত পেতে থাকেন এবং সে প্রতিনিয়ত আপনার সাথে অন্যায় করেই চলে, তাহলে তাকে ক্ষমা করে দিবেন ঠিকই, কিন্তু পরবর্তীতে তার কাছ থেকে নিজেকে দূরে রাখুন।

Once

Tags
avatar
আলোর পথের টিপস

0 Comments

Looking forward to your feedback