নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করুন

by Professor Mokhter Ahmad
Religion
Published: 2 years ago
|Updated: 2 years ago

নতুন করে যারা দীনে ফিরতে চান, নিজেকে পুরোপুরি পরিবর্তন করতে চান, তাদের জন্য কয়েকটি টিপস শেয়ার করছি। মনে রাখবেন নিজেকে পরিবর্তন করার মধ্যেই রয়েছে আপনার কল্যাণ ও দুনিয়া-আখেরাতের সার্বিক সফলতা নির্ভর করছে।

13

Tasks

১. নিজের ঈমান আকিদা ঠিক করুন, আল্লাহকে ভালো করে চিনুন। নিজের ঈমান সুদৃঢ় করুন। সব রকম শিরক পরিহার করুন। রিয়া বা লৌকিকতা পরিহার করুন।

Daily 1x

২. নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন। ‍যখনই সালাতে যাওয়ার ডাক আসবে, সব কাজ ফেলে মসজিদে চলে যান। খুশু খুযুর সাথে পাঁচ ওয়াক্ত ফরজ ও সুন্নাহ নামাযগুলো আদায় করুন।

Daily 5x

৩. সব রকম হারাম কাজ বর্জন করুন। হারাম উপার্জন থেকে বিরত থাকুন। হারাম খাবার থেকে দূরে থাকুন।

Daily 1x

৪. অপ্রয়োজনীয় কাজ, আড্ডাবাজি, বাজে বন্ধুদের সঙ্গ পরিত্যাগ করুন।

Daily 2x

৫. সময়কে কাজে লাগান। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। স্যোশাল মিডিয়ায় অযথা সময় নষ্ট করবেন না।

Daily 3x

৬. পরনিন্দা, চোগলখোরি ও অহংকার এই তিনটি স্বভাব ত্যাগ করুন। এই তিনটি কাজ থেকে দূরে না থাকলে এগুলো আপনার সব নেক কাজ ধ্বংস করে দেবে।

Daily 1x

৭. মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করুন। নামাযে সিজদা দীর্ঘ করুন।

Daily 1x

৮. প্রত্যেক সালাতের সময় কুরআনের অন্তত পাঁচটি আয়াত বুঝে বুঝে তিলাওয়াত করুন।

Daily 5x

৯. মেয়েরা প্রোপারলি পর্দা মেনে চলুন। ইনশাআল্লাহ অন্তরে ঈমানের নূর সৃষ্টি হবে।

Daily 1x

১০. সব রকম অশ্লীল ভিডিও বা অডিও আপনার ডিভাইসগুলো থেকে মুছে ফেলুন।

Daily 1x

১১. আজানের উত্তর দিন।

Daily 5x

১২. বেশি বেশি জিকির করুন।

Daily 3x

১৩. তাহাজ্জুদের সালাত পড়ার চেষ্টা করুন।

Daily 1x

Tags
avatar
Professor Mokhter Ahmad

0 Comments

Looking forward to your feedback