কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যুবকদের জন্য ৪টি নসীহত

by Sheikh Ahmadullah's Tips
Religion
Published: 3 years ago
|Updated: 3 years ago

ফিতনার এই যুগে ঈমান ধরে রাখা হাতে আগুন নিয়ে খেলার মতো। বিশেষ করে কলেজ-বিশ্ববিদ্যালয়ের তরুণ যুবকদের জন্য বিষয়টা আরো বেশি চ্যালেঞ্জিং কেননা নাস্তিক্যবাদ, সংশয়বাদ, বিজ্ঞানবাদ- এগুলো এ সময়টাতেই চারপাশ থেকে ঘিরে ধরে। অজ্ঞতাবশত এগুলোর ফাঁদে পা দিয়ে বহু যুবক ভাইয়েরা হেদায়াতবঞ্চিত হন, মুখ ফিরিয়ে নেন সত্যের পথ থেকে। সুতরাং, সত্য-মিথ্যার এ লড়াইয়ে টিকে থাকতে হলে যুবকদের প্রয়োজনীয় জ্ঞান আহরণ করতে হবে। রাখতে হবে সত্যসন্ধানী নিরপেক্ষ দৃষ্টিভঙ্গী। নিচে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য শায়খ আহমাদুল্লাহর ৪টি নসিহত বর্ণনা করা হলো :

4

Tasks

১। যথাসম্ভব কুরআন ও হাদীসের জ্ঞান অর্জন করুন।

Once

২। নাস্তিক্যবাদ, সংশয়বাদের ছোবল থেকে বাঁচতে আরিফ আজাদ, ড.শামসুল আরেফীন, রাফান আহমেদ প্রমুখ ইসলামি লেখকের বই পড়ুন ও সংগ্রহে রাখুন।

Once

৩। নেককার মানুষদের সান্নিধ্য অর্জন করবেন, সৎ সঙ্গে সময় ব্যয় করুন।

Once

৪। বেশি বেশি দু’আ করবেন, অকল্যাণ থেকে আল্লাহর কাছে পানাহ চাইবেন।

Once

Tags
avatar
Sheikh Ahmadullah's Tips

0 Comments

Looking forward to your feedback