কীভাবে শিশুদের আজীবন বই পড়তে থাকার জন্য অনুপ্রাণিত করবেন

by TED Bangla
Self-Development
Published: 3 years ago
|Updated: 3 years ago

" ৮৫ ভাগের বেশি চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কৃষ্ণাঙ্গ ছেলেরা পড়ায় পারদর্শী নয়।" -মার্কিন শিক্ষা বিভাগ আমরা এমন কোন ধরনের পড়া বিষয়ক অভিজ্ঞতা তৈরি করতে পারি যা সকল শিশুকে ভালোভাবে পড়তে সহায়তা করতে পারে? এ জন্যে প্রথম আপনাকে প্রথম ভাবতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থার ব্যাপারে। শিক্ষাবিদ এবং লেখক অ্যালভিন ইরবি ব্যখ্যা করেছেন যে কৃষ্ণাঙ্গ শিশুরা পড়ার ক্ষেত্রে কোন সমস্যাগুলোর সম্মুখীন হয় এবং সাংস্কৃতিকভাবে দক্ষ শিক্ষাবিদরা কিভাবে এর থেকে উত্তরণে সহায়তা করতে পারেন।

7

Tasks

১. শিশুদের বই পড়ে শোনান, শুধু শিশুদের ঘুমানোর সময় নয় বরং অব্যর্থ ভাবে নিয়মিত এ কাজ চালিয়ে যেতে হবে ।

Daily 1x

২. সংবাদ আর্টিকেল, রেসিপি, সিরিয়াল বক্সে যা লেখা থাকে সে সব শিশুর সামনে পড়ুন।

Daily 1x

৩. তাদের সামনে কাগজের বই বা ই-রিডার জাতীয় বই পড়ুন।

Daily 1x

৪. নাগালের ভেতরে বই রাখুন।

Once

৫. ঘরের সবখানে বই রাখুন, উদাহরণস্বরূপ: ফিকশন, নন-ফিকশন, এমনকি গ্রাফিক উপন্যাস এবং কমিকস ঘড়ে রাখুন।

Once

৬. নিয়মিত লাইব্রেরিতে যান।

Daily 1x

৭. বয়স অনুযায়ী গল্পের আসরে এবং এ বিষয়ক কার্যকলাপে অংশগ্রহণ করুন।

Weekly 1x

Tags
avatar
TED Bangla

0 Comments

Looking forward to your feedback