
"যা কিছু হয়, ভালোর জন্য হয়" এই বিশ্বাস অনেক মানুষকে বাঁচিয়ে রাখে। আমি অনেক মানুষ দেখেছি, যাদের জীবন বিভীষিকাময় হয়ে গেছে। কেউ কেউ আছে, হারাতে হারাতে আর কিছু বাকি নেই। এমন লোকজনও আল্লাহর ওপর তাওয়াক্কুল করে বেঁচে থাকে। এদের মধ্যে কিন্তু এমন অনেকে আছে যারা ঠিকঠাক নামাজ-রোজা করে না। কিন্তু এদের অনেক তাওয়াক্কুল। মনে একটা বিশ্বাস, ভবিষ্যতে ভালো কিছু হবে। সুন্দর দিন আসবে। কষ্টের পর স্বস্তি আসবে।🙂 এই বিশ্বাসটুকু, এই আশাটুকু কত মানুষকে যে আত্মহত্যা করা থেকে আটকে রেখেছে। আর আল্লাহর কী চমৎকার নিয়ম দেখেন। ভবিষ্যতকে তিনি রেখেছেন অজ্ঞাত। এই ভবিষ্যৎ নিয়ে যাতে আমাদের জল্পনাকল্পনা অবিরত থাকে। ভালো দিন আসার একটা আশা যাতে বেঁচে থাকে। অবিশ্বাসীদের এই আশাটুকুও থাকে না, এজন্য তারা অধিকাংশই ডিপ্রেশনে ভোগে, নায়ালিস্ট হ
Once

Looking forward to your feedback
description ♥