যে ১০টি উপায়ে আপনি হ্যাকারদের হাত থেকে আপনার ফেসবুক/সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি সুরক্ষিত করতে পারবেন
by Sohag 360's Tips
Technology
Published: 2 years ago
|Updated: a year ago
সাইবার বুলিংয়ের শিকার মূলত তরুণরা হলেও কমবেশি সকলেই এর ব্যপ্তির আয়ত্ত্বাধীন। ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া আমাদের সাথে গোটা পৃথিবীর সম্পৃক্ততা বাড়িয়ে দিয়েছ; যদিও আমরা অনেক সময়ই এই জালে আটকা পড়া মাছের মতো অনবরত তড়পাতে থাকি।
অসাবধানতাবশত একান্ত ব্যক্তিগত বিষয়াবলী অন্যের নিকট প্রকাশ হয়ে গেলেই প্রায় সময়ই অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় ভুগতে হয় আমাদের। আপনার মাথা ব্যাথা হলে নিশ্চয়ই মাথা কেটে ফেলে দিবেন না।
সেভাবেই সোশ্যাল মিডিয়াকেও ‘গুডবাই’ বলার কোনো উপায় নেই, বিশেষ করে এই প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে। তাই আসুন জেনে নেই, ফেসবুক বা অন্য যেকোনো সোশ্যাল মিডিয়াকে সিকিওর করার ১০টি উপায়ঃ
10
Tasks
১। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।
Once
২। নামসহ সকল তথ্য সঠিক দিন।
Once
৩। টু স্টেপ ভেরিফিকেশান ( Two step verification ) চালু করে রাখুন।
Once
৪। ফেইসবুক দিয়ে লগ ইন করতে হয় এমন অ্যাপ বা ওয়েবসাইটের পার্মিশনগুলো চেক করে নিন। বিশ্বাসযোগ্য অ্যাপ বা ওয়েবসাইট হলে তবেই এলাউ করুন।
Once
৫। কোনো সেন্সিটিভ ইনফরমেশন ( যেমন মোবাইল নাম্বার, ইমেইল ইত্যাদি) সোশাল মিডিয়ায় প্রকাশ করবেন না। Only me দিয়ে হাইড করে রাখুন।
Once
৬। কখনোই কোনো অজানা (Unknown) লিংকে ক্লিক করবেন না।
Once
৭। পূর্বে লগ ইন করা ডিভাইসগুলো থেকে লগ আউট করে দিন।
Once
৮। Unknown কোনো ডিভাইস থেকে লগ ইন করবেন না।
Once
৯। সোশাল মিডিয়ায় দাদাগিরি করবেন না।
Once
১০। একজন প্রো হ্যাকার ভাড়া করে পরীক্ষা করুন আপনার প্রোফাইল যথেষ্ট সিকিওর কিনা। (শুধুমাত্র প্রোফেশনালদের জন্য)