যে ৪টি উপায়ে আপনার তথ্য সুরক্ষিত রাখতে পারেন

by 10 Minute School's Tips
Life Hack
Published: 3 years ago
|Updated: 2 years ago

আধুনিক বিশ্বের মহামূল্যবান জিনিস হচ্ছে তথ্য অর্থাৎ ডেটা এবং ইনফরমেশন। এখন মানুষের বাসা বাড়িতে চুরি হবার ভয়ের চাইতে ইনফরমেশন চুরি হওয়ার ভয় বেশি। ডিজিটাল যুগে আপনার ইনফরমেশনের অ্যাক্সেস পেয়ে যাওয়া মানে আপনার ব্যক্তিজীবন বা কর্মজীবনের সকল তথ্য হাতের নাগালে পেয়ে যাওয়া। আপনার ব্যাংকের সব তথ্য থেকে ফোন গ্যালারির ছবি - সব কিছুই আপনার সামান্য গাফিলতির কারণে চলে যেতে পারে অসাধু ব্যক্তির হাতে। তাই আপনার ইনফরমেশনগুলো নিরাপদ রাখতে অনুসরণ করতে পারেন নিচে উল্লেখ করা উপায়গুলোঃ

6

Tasks

১. ব্যক্তিগত / গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করার ক্ষেত্রে এনক্রিপ্টেড সার্ভিস ব্যবহার করুন।

Once

২. ডিজিটাল সিগনেচার এবং ব্যাংকের সিগনেচার আলাদা রাখুন।

Once

৩. ব্যক্তিগত / গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করার পর দ্রুত সেগুলো ডিলিট করে ফেলুন।

Once

৪. আপনার সোশ্যাল সাইটের আইডি তৈরি এবং লগ-ইনের জন্য এমন কোনো ই-মেইল ব্যবহার করুন যা অন্য কেউ জানে না।

Once

৫. অফিস গ্রুপে সাবেক কর্মচারিদের রাখা থেকে বিরত থাকুন।

Once

৬. ফোনে বায়োমেট্রিক সিকিউরিটি সিস্টেম ব্যবহার করুন।

Once

Tags
avatar
10 Minute School's Tips

0 Comments

Looking forward to your feedback