শিশুদের সেকাল-একাল

by Dewan Tanvir Ahmed
Parenting
Published: 9 months ago
|Updated: 9 months ago
previewImage

যারা ৮০-৯০ দশকের দিকে বড় হয়েছে, তারা বেশিরভাগ ক্ষেত্রে যৌথ পরিবারে বেড়ে ওঠা তাই তারা হাসি কান্না ভাগাভাগি করতে শিখেছে। অপরদিকে বর্তমান শিশুরা বড় হয় বেশিরভাগ ক্ষেত্রেই একক পরিবারে; শুধু বাবা মার কাছে থেকে। বাবা'রা অনেক ক্ষেত্রে মা'রা সারাদিন অফিসে কাজ করেন; শিশুরা বড় হয়ে একা একা। একা একা থাকার ফলে আত্মকেন্দ্রিকতা বেড়ে যায়। ৮০-৯০ দশকের শিশুরা ইলেকট্রনিক্স ডিভাইসের সংস্পর্শে যাওয়ার সুযোগ পেত কম; তারা কাদা মাটি গাছের লতাপাতা দিয়ে খেলাধুলা করতো এতে তাদের শরীর মন চনমনে থাকতো। এখনকার শিশুরা বাবা মার মোবাইল এমনকি তাদের নিজস্ব স্মার্টফোন আছে। এমনকি তাদের বেশিরভাগ খেলনা ব্যাটারি চালিত এতে ইলেকট্রনিক্স ডিভাইসের কারণে তাদের শারীরিক ও মানসিক অস্থিরতা বেশি দেখা যায়। শিশুর যত্ন নিন; খেয়ালে রাখুন, সাবধানে থাকুন।

1

Task

Parenting by Tanvir

Daily 1x

Tags
avatar
Dewan Tanvir Ahmed

0 Comments

Looking forward to your feedback