মুমিনরা পরস্পর ভাই ভাই

by Syed Mucksit
Religion
Published: 2 years ago
|Updated: 2 years ago
previewImage

ইসলামে নিজেকে অপরের চেয়ে শ্রেষ্ঠ ভাবা জায়েয নয়। কারণ, সকল মুমিন সমান ও পরস্পরের ভাই। পিতামাতার সঙ্গে সন্তানের সম্পর্ক বড় থেকে ছোটর সম্পর্ক হলেও ভাইয়ে ভাইয়ে সম্পর্ক সমান। দুই ভাইয়ের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হলে পরিবারের অন্য সদস্যরা যেমন তাদেরকে মিলিয়ে দেয় তেমনি মুসলিম সমাজে বসবাসরত মুমিনদের মধ্যে মতপার্থক্য হলেও সমাজ অধিপতিদের উচিত তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দেওয়া। আল্লাহর রহমত বা অনুগ্রহ পাওয়ার জন্য মুমিন ব্যক্তিদের মধ্যে শান্তি, সম্প্রীতি ও ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজমান থাকতে হবে।

1

Task

ইসলামে নিজেকে অপরের চেয়ে শ্রেষ্ঠ ভাবা জায়েয নয়। কারণ, সকল মুমিন সমান ও পরস্পরের ভাই। পিতামাতার সঙ্গে সন্তানের সম্পর্ক বড় থেকে ছোটর সম্পর্ক হলেও ভাইয়ে ভাইয়ে সম্পর্ক সমান। দুই ভাইয়ের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হলে পরিবারের অন্য সদস্যরা যেমন তাদেরকে মিলিয়ে দেয় তেমনি মুসলিম সমাজে বসবাসরত মুমিনদের মধ্যে মতপার্থক্য হলেও সমাজ অধিপতিদের উচিত তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দেওয়া। আল্লাহর রহমত বা অনুগ্রহ পাওয়ার জন্য মুমিন ব্যক্তিদের মধ্যে শান্তি, সম্প্রীতি ও ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজমান থাকতে হবে।

Once

avatar
Syed Mucksit

0 Comments

Looking forward to your feedback