রাগ নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। রাগ ব্যাপারটি মূলত মানুষের আশাভঙ্গ হওয়া, নিষ্ফলতা কিংবা ব্যর্থতার এক ধরনের প্রতিক্রিয়া। বিশেষ করে যদি কারো আশাভঙ্গ হওয়া বা বিফলতার মাত্রা গ্রহণযোগ্যতার চাইতে বেশি হয় সে ক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পরে। রাগের কারণে অনেক ধরনেরই শারীরিক বা মানসিক সমস্যাও সৃষ্টি হতে পারে। তাছাড়া, রাগ অন্যের কাছে আপনার ব্যাপারে ঋণাত্মক ধারণার তৈরী করতে পারে। সেই সাথে রাগ অনেক সময় কাছের মানুষদের কে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারে। তাই রাগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরী। নিচে উল্লেখ করা ৫টি সহজ কৌশলে আপনি আপনার রাগকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।
Once
Once
Once
Daily 1x
Once
Looking forward to your feedback
কৃতজ্ঞতা প্রকাশের কথা টা ভাল লাগল?
কমার্স পড়লে লাভমান হবে ৷ কারণ এতে আপনার আগ্রহ আছে ৷
স্যার, আমার নাম সূর্যদীপ রায়। আমি কমার্সের একজন স্টুডেন্ট। আমি গত কয়েকদিন ধরে সিদ্ধান্তহীনতায় ভুগছি। কারণ আগামী 30 তারিখ আমার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে।তো এই মুহূর্তে একেক জন একেক কথা বলছে যে জেনারেল পড়তে পারো অনেক সকল ধরনের ভালো অপরচুনিটি পাবে। আবার অনেকে বলছে পলিটেকনিকেলে চার বছরের ডিপ্লোমা করার পর তুমি অর্থ উপার্জনে সক্ষম হবে। আর আমার স্বপ্ন হচ্ছে আমি একজন ব্যবসায়ী উদ্যোক্তা হব। তো এই মুহূর্তে আমার জন্য কোন পড়াশোনা টি ভালো হবে দয়া করে বলবেন স্যার।
Nice ?