জীবনে সাফল্যের জন্য প্রয়োজনীয় গুণাবলীগুলোর মধ্যে অন্যতম হলো নিয়মানুবর্তিতা, যা অবশ্যই আপনার চর্চা করা উচিৎ। কারন স্বনির্ভর হওয়ার ও ধারাবাহিকভাবে কার্যসম্পাদনের ইচ্ছা না থাকলে, আপনি কখনই আপনার লক্ষে পৌঁছাতে পারবেন না। আপনি কি জীবনে কখনও চেষ্টা করেছেন আরও বেশী নিয়মনিষ্ঠ হতে? উন্নয়নের এই অগ্রযাত্রায় আপনি কি কখনও শত শত বাঁধার সন্মুখীন হয়েছেন? হ্যাঁ, আপনি যদি এই পথের পথিক হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই জানেনে এই পথে উত্থান-পতন রয়েছে। এটা খুবই স্বাভাবিক যে আপনি অনেক উদ্যমী থাকার পরেও হঠাৎ করেই আপনার ছন্দপতন ঘটে। তাই, চলুন জেনে নেই সেই কৌশল গুলো যা আপনাকে শেখাবে কীভাবে আরও বেশী নিয়মানুবর্তী হয়ে ওঠা যায়।
Daily 1x
Daily 1x
Daily 1x
Monthly 1x
Looking forward to your feedback