যে ৪টি উপায়ে আপনি হয়ে উঠবেন আরও বেশী নিয়মনিষ্ঠ (ডিসিপ্লিনড)- ব্রেন্ডন বুচার্ড (Brendon Burchard)

by Brendon Burchard Bangla
Productivity
Published: 3 years ago
|Updated: 2 years ago

জীবনে সাফল্যের জন্য প্রয়োজনীয় গুণাবলীগুলোর মধ্যে অন্যতম হলো নিয়মানুবর্তিতা, যা অবশ্যই আপনার চর্চা করা উচিৎ। কারন স্বনির্ভর হওয়ার ও ধারাবাহিকভাবে কার্যসম্পাদনের ইচ্ছা না থাকলে, আপনি কখনই আপনার লক্ষে পৌঁছাতে পারবেন না। আপনি কি জীবনে কখনও চেষ্টা করেছেন আরও বেশী নিয়মনিষ্ঠ হতে? উন্নয়নের এই অগ্রযাত্রায় আপনি কি কখনও শত শত বাঁধার সন্মুখীন হয়েছেন? হ্যাঁ, আপনি যদি এই পথের পথিক হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই জানেনে এই পথে উত্থান-পতন রয়েছে। এটা খুবই স্বাভাবিক যে আপনি অনেক উদ্যমী থাকার পরেও হঠাৎ করেই আপনার ছন্দপতন ঘটে। তাই, চলুন জেনে নেই সেই কৌশল গুলো যা আপনাকে শেখাবে কীভাবে আরও বেশী নিয়মানুবর্তী হয়ে ওঠা যায়।

4

Tasks

১। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনার লালিত স্বপ্ন স্মরণ করুন। কারন এই কৌশলটি আপনাকে লক্ষে স্থির থাকতে সাহায্য করবে।

Daily 1x

২। দিনের অন্যান্য কাজ শুরু করার আগে, আপনার ব্যক্তিগত কাজ গুলো সেরে নিন।

Daily 1x

৩। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করার জন্য টাইম ব্লক তৈরি করুন। একসাথে একটির বেশী কাজ করবেন না।

Daily 1x

৪। আপনার কঠোর পরিশ্রমের জন্য নিজেকে পুরস্কৃত করুন। কোন কিছু অর্জন করার পরে, অন্যদের সাথে আপনার বিজয় উদযাপন করুন।

Monthly 1x

Tags
avatar
Brendon Burchard Bangla

0 Comments

Looking forward to your feedback