শয়তান বা দুষ্ট জ্বীন আমাদের প্রকাশ্য শত্রু। আমাদের অসাবধানতার সুযোগে কখনো এরা সরাসরি আক্রমণ করে বসে আমাদের পরিবার, মা-বাবা ও শিশুদের ওপর। নানাবিধ ক্ষতি করে। মানসিক ভারসাম্য নষ্ট করে দেয়।
শয়তান বা দুষ্ট জ্বীনের ক্ষতি থেকে বাঁচতে আল্লাহর আশ্রয় চাইতে হবে। কুরআন ও সুন্নাহর শরণাপন্ন হতে হবে। নিচে কুরআন ও সুন্নাহর আলোকে ১২টি অভ্যাসের কথা উল্লেখ করা হলো যেগুলোর মাধ্যমে আমরা দুষ্ট জ্বীনের ক্ষতি থেকে বেঁচে থাকতে পারি :
11
Tasks
১। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন।
Daily 5x
২। বেশি বেশি দু'আ ও জিকির করুন। (বিশেষ করে আয়াতুল কুরসী এবং সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করুন)
Daily 1x
৩। ঘরে প্রবেশের পূর্বে এবং খাবার গ্রহণের পূর্বে 'বিসমিল্লাহ' বলুন।
Daily 3x
৪। হাই আসলে হাত দিয়ে মুখ ঢাকুন।
Daily 1x
৫। ঘুম থেকে উঠার পর ওযুর সময় পানি দিয়ে নাক ঝেড়ে নিন।