দুষ্ট জ্বীনের উপদ্রব থেকে বাঁচার ১২টি উপায়

by Sheikh Ahmadullah's Tips
Religion
Published: 3 years ago
|Updated: 2 years ago

শয়তান বা দুষ্ট জ্বীন আমাদের প্রকাশ্য শত্রু। আমাদের অসাবধানতার সুযোগে কখনো এরা সরাসরি আক্রমণ করে বসে আমাদের পরিবার, মা-বাবা ও শিশুদের ওপর। নানাবিধ ক্ষতি করে। মানসিক ভারসাম্য নষ্ট করে দেয়। শয়তান বা দুষ্ট জ্বীনের ক্ষতি থেকে বাঁচতে আল্লাহর আশ্রয় চাইতে হবে। কুরআন ও সুন্নাহর শরণাপন্ন হতে হবে। নিচে কুরআন ও সুন্নাহর আলোকে ১২টি অভ্যাসের কথা উল্লেখ করা হলো যেগুলোর মাধ্যমে আমরা দুষ্ট জ্বীনের ক্ষতি থেকে বেঁচে থাকতে পারি :

11

Tasks

১। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন।

Daily 5x

২। বেশি বেশি দু'আ ও জিকির করুন। (বিশেষ করে আয়াতুল কুরসী এবং সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করুন)

Daily 1x

৩। ঘরে প্রবেশের পূর্বে এবং খাবার গ্রহণের পূর্বে 'বিসমিল্লাহ' বলুন।

Daily 3x

৪। হাই আসলে হাত দিয়ে মুখ ঢাকুন।

Daily 1x

৫। ঘুম থেকে উঠার পর ওযুর সময় পানি দিয়ে নাক ঝেড়ে নিন।

Daily 1x

৭। টয়লেটে যাওয়ার পূর্বে এই দু'আ পড়ুন: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ (আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস)

Daily 1x

৮। বেশি বেশি কুরআন তিলাওয়াত করুন। (বিশেষ করে সূরা বাকারা পাঠ করুন)

Daily 2x

৯। কোনো গর্তে প্রসাব করবেন না।

Once

১০। ঘরবাড়িতে কোনো সাপ দেখলেই হুট করে মেরে ফেলবেন না।

Once

১১। স্ত্রী মিলনের সময় এই দু'আ পাঠ করুন: بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا (বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা)

Once

১২। ছোট বাচ্চাদের সন্ধ্যার পূর্বেই ঘরে নিয়ে আসুন।

Daily 1x

Tags
avatar
Sheikh Ahmadullah's Tips

3 Comments

Looking forward to your feedback

  • arohi
    3 years ago

    জাঝাকাল্লাহ

    0
  • Md Hazrat Ali
    3 years ago

    লা ইলাহা ইল্লাল্লাহ

    0
  • arohi
    3 years ago

    কোন জিকিরটা সবচে ভালো la ilaha I'll Allah

    0