নাস্তিক্যবাদ, সংশয়বাদ, বিজ্ঞানবাদ- এসবের চতুর্মুখী আক্রমণে খাটিঁ ঈমান রাখা শেষ যুগে দুষ্কর বটে। উপমহাদেশীয় হিন্দুমহল থেকে শুরু করে পশ্চিমের খৃষ্টসমাজ ইসলাম যেন সকলের অঘোষিত চক্ষুশূল। ইসলামের মৌলিক ইবাদতসমূহকে হেয় প্রতিপন্ন করা ও অযৌক্তিক প্রমাণ করার মাধ্যমে তারা চায় দুনিয়া থেকে ইসলামের নাম-নিশানা মুছে ফেলতে।
সুতরাং হেদায়াতের পথে অবিচল থাকতে প্রয়োজনীয় জ্ঞান আহরণ করতে হবে। এর সাথে কুরআন ও সুন্নাহ নির্দেশিত কিছু আমল নিয়মিত করার অভ্যাস করতে হবে। জেনে নিন এমন কিছু আমলের কথা যে আমলগুলো নিয়মিত করলে আপনি ঈমানের সাথে মৃত্যু বরণ করতে পারবেন ইনশাআল্লাহ।
5
Tasks
১। জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরুন।
Daily 1x
২। নিজেকে সর্বদা নেক আমলের উপর রাখুন, নেককারদের সাথে সময় কাটান।
Daily 1x
৩। কালিমাগুলোর মাধ্যমে কিছুদিন পরপর ঈমান নবায়ন করুন:
لا إله إلا الله محمد رسولُ الله
(লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ)
أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله
(আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার-রাসূলুল্লাহ)