যেভাবে এসইওর (SEO) জন্য লো-কম্পিটিটিভ (কম প্রতিযোগিতামূলক) কীওয়ার্ড খুঁজে বের করবেন

by Ahrefs Bangla
Business
Published: 3 years ago
|Updated: 3 years ago

যেকোনো ওয়েবসাইট বা ওয়েবপেজকে র‍্যাঙ্ক করানোর জন্য কীওয়ার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর লো-কম্পিটিটিভ কীওয়ার্ড মূলত এমন এক ধরনের কীওয়ার্ড যা খুব সহজে র‍্যাঙ্ক করানো যায়। তাই, আমরা দেখবো কিভাবে লো-কম্পিটিটিভ (কম প্রতিযোগিতামূলক) কীওয়ার্ড খুঁজে বের করবেনঃ

5

Tasks

১। প্রথমে সম্ভাব্য বিষয়গুলোর একটি তালিকা তৈরি করুন। তারপর আপনার নীশের (niche) সাথে সংশ্লিষ্ট কীওয়ার্ডগুলো বাছাই করুন।

Once

২। আপনার নীশটি (niche) যথাযথভাবে পর্যালোচনার জন্য একটি “ কীওয়ার্ড রিসার্চ টুল ” ব্যবহার করুন। এই টুলটির মাধ্যমে ইন্টারনেটে কতবার কীওয়ার্ডগুলো সার্চ করা হয়েছে সে সম্পর্কে আপনি বিস্তারিত ধারণা পাবেন।

Once

৩। এমন সব কীওয়ার্ড বাছাই করুন যেগুলোর ডিফিকাল্টি তুলনামূলক অনেক কম।

Once

৪। আপনার কীওয়ার্ডগুলো সার্চ ইনটেন্টের সাথে মিলে কি না তা একবার যাচাই করে দেখুন।

Once

৫। মূল্যায়ন করে দেখুন আসলেই কীওয়ার্ডগুলো খুঁজে পাওয়া সহজ হচ্ছে কি না। অন্যথায় আপনাকে এটি নিয়ে আরও গবেষণা করতে হবে।

Once

Tags
avatar
Ahrefs Bangla

0 Comments

Looking forward to your feedback