ইবাদতে তৃপ্তি না পাওয়ার ৩ কারণ, সমাধানের জন্য ২০ দিনের বিশেষ ফর্মূলা

by Sheikh Ahmadullah's Tips
Religion
Published: 3 years ago
|Updated: 3 years ago

গুনাহের কারণে মানুষ ইবাদতে তৃপ্তি পাওয়া থেকে বঞ্চিত হয়। আমাদের অনেকের কাছে ইবাদত হয়ে গেছে বোঝার মতো। আমরা অনেকেই নামায এমন ভাবে পড়ি যেন পড়ে শেষ করতে পারলে বেঁচে যাই। অথচ নবী সা. ও তার সাহাবায়ে কেরাম দীর্ঘ সময় নিয়ে নামায পড়তেন। আয়েশা রা. বলেছেন, নবীজি সা.-এর রাতের নামায অসম্ভব সুন্দর ও দীর্ঘ হতো। কিয়ামের সময় মনে হতো তিনি আর রুকুতে যাবেন না। রুকুতে গেলে মনে হতো তিনি আর দাঁড়াবেন না। নামাযের প্রত্যেকটা রোকন এত সময় নিয়ে আদায় করতেন তিনি। তিনটি বিষয় কিছুদিন মেনে দেখেন ইনশাআল্লাহ আমল করে তৃপ্তি পাবেন, ইবাদতের স্বাদ ফিরে আসবে :

3

Tasks

১. চোখের ব্যভিচার থেকে বেঁচে থাকুন। কোনো পরনারীর দিকে তাকাবেন না। চোখ পড়ে গেলে সাথে সাথে ফিরিয়ে নিন, নিজেকে শাসন ও ভৎসনা করুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন।

Daily 2x

২. সব গুনাহ থেকে বেঁচে থাকুন। আপনার দ্বারা যেন কোনো গুনাহ না হয়। কোনো ভুল করে ফেললে সাথে সাথে তওবা করুন, ক্ষমা প্রার্থনা করুন।

Daily 2x

৩. হারাম খাওয়া থেকে বেঁচে থাকুন। আপনার উপর্জন যেন হারাম না হয়।

Daily 2x

Tags
avatar
Sheikh Ahmadullah's Tips

0 Comments

Looking forward to your feedback