যে আমল করলে আপনার সকল দু'আ কবুল হবে, কোন দু'আ আল্লাহ ফেরত দিবেন না।। শায়খ আহমাদুল্লাহ
by Mortuza Hossain
Published: a year ago
|Updated: a year ago
আল্লাহ তা'আলা যার কোন দু'আ ফেরত দেন না তাকে বলা হয় মুস্তাজাবুদ দ্বা'ওয়াহ। এমন ব্যক্তি নিজের জন্য বা অপরের জন্য কোন দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নেন। সেই সৌভাগ্যবান ব্যক্তি হতে হলে এই আমলটি করুন।