গোসল আরবী শব্দ। বাংলায়ও শব্দটি প্রচলিত। গোসল অর্থ হচ্ছে পুরো শরীর পানি দিয়ে ধোওয়া। সাধারণত প্রতিদিনই বা নিয়মিত আমরা গোসল করে থাকি। পরিচ্ছন্নতার জন্য নিয়মিত গোসল করা উচিত। কিছু কারণ ঘটলে গোসল করা ফরয হয়ে যায়। ফরয গোসলের সময় কুলি করে, নাকি পানি দিয়ে পুরো শরীর ভালোভাবে ধৌত করা আবশ্যক।
5
Tasks
১. পুরুষ অথবা নারী ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় যে কোনো কারণে বীর্যপাত হলে গোসল করুন।
Once
২. স্বামী স্ত্রী শারীরিকভাবে মিলিত হওয়ার পর গোসল করুন। মিলন প্রাথমিক অবস্থায় থাকলেও বা বির্যপাত না হলেও গোসল ওয়াজিব হয়ে যায়।
Once
৩. নারীরা হায়েয বা নেফাস শেষ হয়ে যাওয়ার পর আবশ্যিকভাবে গোসল করুন।
Once
৪. কারো মৃত্যু হওয়ার পর তাকে গোসল করান। মৃত ব্যক্তির গোসল ফরয।
Once
৫. নতুন মুসলিমের জন্য গোসল করা ফরয। কেউ নতুন মুসলমান হলে কোনো ইবাদত করার আগে অবশ্যই গোসল করে নিতে হবে।