সময়ের অপচয় এড়ানোর ৫টি কার্যকরী টিপস

by Thomas Frank Bangla
Productivity
Published: 3 years ago
|Updated: 3 years ago

সময়ের মূল্য নিয়ে ডগলাস অ্যাডামসের করা উক্তিটি আসলেই উল্লেখ করার মতো- ”Time is an illusion; lunchtime doubly so”. অর্থাৎ, সময় হল একটি মায়া; দুপুরের খাবারের সময় তো আরও বড় মায়া”। যথাযথ সময়ের ব্যবহার নিশ্চিত করতে হলে আপনাকে অবশ্যই সঠিক সময়ে কাজ সম্পন্ন করার দক্ষতা বৃদ্ধির কৌশল জানতে হবে। এই বিষয়ে থমাস ফ্রাঙ্ক এমন ৫টি গুরুত্বপূর্ণ এবং কার্যকরী কৌশলের কথা ব্যাখ্যা করেছেন যা আপনাকে সময়ের অপচয় থেকে রক্ষা করবে। তাই চলুন জেনে নেই থমাস ফ্রাঙ্কের দেয়া সেই পূর্ণাঙ্গ নির্দেশিকা যা হতে পারে আপনার জন্য জাদুর কাঠি।

5

Tasks

১। বিভিন্ন কাজে ব্যয় হওয়া সময়ের সঠিক হিসাব রাখার জন্যে যেকোনো একটি ভালো অনলাইন টাইম ট্রাকিং অ্যাপ্লিকেশন ব্যবহার করুন।

Daily 1x

২। গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন এবং সেগুলো শেষ করার দিকে গুরুত্ব আরোপ করুন।

Daily 1x

৩। আপনার কাজগুলো মনোযোগ সহকারে আলাদা ভাগে বিভক্ত করে সাজান।

Daily 1x

৪। “ না ” বলতে শিখুন এবং চূড়ান্ত সাফল্য অর্জনের জন্য আপনার লক্ষ্যে অটুট থাকুন।

Once

৫। প্রতিটি কাজ সম্পাদন করার জন্য সময়সীমা নির্ধারণ করুন। এটি যথাসময়ে কাজটি শেষ করতে আপনাকে সাহায্য করবে।

Once

Tags
avatar
Thomas Frank Bangla

0 Comments

Looking forward to your feedback