গুগল ক্রোমে কীভাবে পাসওয়ার্ড ম্যানেজ করবেন

by Lifehacker Bangla
Technology
Published: 3 years ago
|Updated: 3 years ago

অনলাইনে একটিভ সবারই অনেকগুলো অনলাইন প্রোফাইল / অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে হয়। অনেক সময় অনেক পাসওয়ার্ড আমরা ভুলে যাই বা প্যাচ লাগিয়ে ফেলি। পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা থেকে নিস্কৃতি পেতে আসুন জেনে নেই কীভাবে আমরা গুগল ক্রোমের মাধ্যমে প্রায় সব ওয়েব, অ্যাপ এবং ট্যাবের পাসওয়ার্ড ম্যানেজ করতে পারি :

8

Tasks

১. আপনার কম্পিউটারটি চালু করুন এবং দেখে নিন আপনার ইন্টারনেট সংযোগটি ঠিক রয়েছে কি না।

Once

২. আপনার ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার থেকে গুগল ক্রোম (Google Chrome) ব্রাউজারটি চালু করুন।

Once

৩. ব্রাউজারের স্ক্রিনের ডান কোণের তিনটি বিন্দুতে ক্লিক করুন।

Once

৪. সেখান থেকে "সেটিংস" এ ক্লিক করুন, তারপর "পাসওয়ার্ড" অপশনে ক্লিক করুন। গুগল ক্রম তাহলে আপনার পাসওয়ার্ড ম্যানেজের জন্য নতুন একটি পৃষ্ঠায় নিয়ে যাবে।

Once

৫. সেই পৃষ্ঠা থেকে আপনার পাসওয়ার্ডগুলো আপনি দেখে নিন, কপি করুন, সম্পাদনা করুন বা মুছে ফেলুন।

Once

৬. “Offer to save passwords” এবং “Auto Sign-in” অপশনগুলো চালু বা বন্ধ করতে toggle ফিচারটি ব্যবহার করুন।

Once

৭. আপনি কোনো স্মার্ট ডিভাইস থেকে ক্রোম অ্যাপ ব্যবহার করলে স্ক্রিনের নিচের কোণে থাকা তিনটি বিন্দুতে ক্লিক করুন, তারপরে "সেটিংস" এবং তারপরে "পাসওয়ার্ড" এ ক্লিক করুন।

Once

৮. আপনার প্রয়োজন অনুযায়ী সেটিংস কাস্টমাইজ করুন।

Once

Tags
avatar
Lifehacker Bangla

1 Comments

Looking forward to your feedback

  • mridul hossain.
    2 years ago

    mobile er browser e ki dea jai

    0