Realization

by Tanmoy Arafat
Productivity
Published: 3 months ago
|Updated: 3 months ago
previewImage

প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য রিয়েলাইজেশন অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। আপনি চাইলে তখন খুব সহজে খারাপ অভ্যাস বা সকল কিছু চেঞ্জ করতে পারবেন। নোট - ১০০০ ওয়ার্ড এর বেশি লেখা যাবে না, এই ব্লগটি রিয়েলাইজেশন ব্লগের একটি সামারি, আপনি চাইলে এটা আমার ফেসবুক পেজে দেখে আসতে পারেন। নিচে লিঙ্ক দেয়া আছে। আচ্ছা টপিকে আসি, আপনি যখন কোনো ট্রেকার সফটওয়্যার এর মাধ্যমে নিজেকে ট্রেক করবেন তখন দেখবেন কীভাবে সময় নষ্ট হচ্ছে। তখন সাথে সাথে যে আফসোস টা হবে তাকে কাজে লাগানো চেষ্টা করুন, কখনো সে রিয়েলাইজেশনটাকে অয়েস্ট করবেন না, দেখবেন ২ ঘন্টা পরে হয়তো আবার আপনি সেই আগের মতো হয়ে গেছেন। তাই প্রথমে সেই অ্যাপ বা ওয়েবসাইট ব্লক করুন, কম্পিউটারে - Host file edit করে বা StayFree Extension দিয়ে মোবাইলে - অন্যান্য অ্যাপ বা StayFree অ্যাপ দিয়ে এসকল কাজ করা যাবে তথা অ্যাপ বা ওয়েব ট্রেক বা ব্লক করা যাবে। এভাবে আপনাকে আগাতে হবে, প্রথম পদক্ষেপ নিতে হবে, কিন্তু এই প্রথম পদক্ষেপে পিছিয়ে পরলে পরে আবার আগের ভার্সন হয়ে যাবেন। এটা ছিলো Productivity Series এর ১ম পর্ব এর সামারাইজ। আশাকরি এখন থেকে আপনার রিয়েলাইজ হবে।

3

Tasks

আজই Play Store থেকে StayFree App টা Install করুন আর ট্রেক করুন বা ডেস্কটপের ক্ষেত্রেও Same StayFree app & Web Extension নামান।

Once

Normally যেভাবে দিন কাটান সেভাবে কাটান, তারপর ২ দিন পর অ্যাপ চেক করুন

Once

তখন যে রিয়েলাইজেশনটা হবে তখনই উপরের অনুযায়ি কাজ করুন

Once

Tags
avatar
Tanmoy Arafat

0 Comments

Looking forward to your feedback