যে উপায়ে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের পারফরম্যান্সের উন্নতি করাতে পারবেন !

by Tech Gumbo Bangla
Technology
Published: 3 years ago
|Updated: 3 years ago

আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন, আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি কেনার পরপর যতটা দ্রুত কাজ করতো এখন তারচাইতে কিছুটা ধীরে কাজ করছে। এই ধীর গতির পেছনে অসংখ্য কারণ থাকতে পারে। এখানে আমরা ব্যাখ্যা করবো কিভাবে আপনি সহজেই আপনার অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটের কার্যক্ষমতা বা পারফর্মেন্স বাড়িয়ে নিতে পারবেন।

17

Tasks

১. আপনার ডিভাইসটিকে নিয়মিত আপডেট করুন।

Once

২. ডিভাইসের হোম স্ক্রিন পরিষ্কার রাখুন।

Once

৩. আপনার ডিভাইসের RAM ফ্রি করুন।

Once

৪. প্রয়োজন ছাড়া ব্লুটুথ অপশনটি বন্ধ করে রাখুন।

Once

৫. ডিভাইসের মেমরীতে কিছুটা হলেও ফাঁকা জায়গা রাখুন।

Once

৬. আপনার ডিভাইসের ব্যাটারি অপ্টিমাইজ করুন।

Once

৭. যে কোনো ধরনের “ব্যাটারি সেভিং” অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকুন।

Once

৮. ক্যাশেড (cached) ডেটা পরিষ্কার করে ফেলুন।

Once

৯. লাইট ওয়েট বা হালকা ধরনের অ্যাপস ব্যবহার করুন।

Once

১০. ডেভলাপার অপশনগুলো লক্ষ করুন।

Once

১১. ডিভাইসে ব্যবহৃত অ্যানিমেশনের ব্যবহার কমিয়ে দিন।

Once

১২. জিপিইউ রেন্ডারিং করুন।

Once

১৩. SKIA তে সুইচ করুন।

Once

১৪. ব্যাকগ্রাউন্ডে চলতে থাকার অনুমতি আছে এমন অব্যবহৃত অ্যাপগুলো বন্ধ করে রাখুন।

Once

১৫. একটি থার্ডপার্টি লঞ্চার ব্যবহার করে দেখুন।

Once

১৬. ব্যাটারির কার্যক্ষমতা বাড়ানোর জন্য আপনার ডিভাইসটি রিস্টার্ট করুন।

Once

১৭. ফোন সঠিকভাবে কাজ না করলে একবার ফ্যাক্টরি রিসেট করে নিন।

Once

Tags
avatar
Tech Gumbo Bangla

0 Comments

Looking forward to your feedback