সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য ৪টি পরিক্ষিত কুরআনী আমল ও দু'আ
by Sheikh Ahmadullah's Tips
Religion
Published: 10 months ago
|Updated: 10 months ago
সন্তানের কল্যাণচিন্তা পিতা-মাতার প্রকৃতিগত অভ্যাস। সন্তানের একটুখানি ভালোর জন্য তারা নিঃস্বার্থভাবে অনেক ত্যাগ স্বীকার করে থাকেন। সন্তানের ভবিষ্যতচিন্তাও বিরামহীনভাবে তাদেরকে তাড়া করে বেড়ায়। সন্তান কোথায় পড়বে, কোন পেশা গ্রহণ করবে, কীভাবে জীবন কাটাবে এসব নিয়ে হরহামেশাই দুশ্চিন্তায় ভোগেন তারা।
নবী-রাসূলগণও সন্তানের কল্যাণকামনায় আল্লাহ তায়ালার কাছে অনেক দু’আ করেছেন। নিচে এমন কিছু কুরআনী আমল ও দু’আর কথা উল্লেখ করা হলো।