যে ৯টি পাবলিক স্পিকিং টিপস আপনাকে একজন ভালো বক্তায় পরিণত করবে
by Thomas Frank Bangla
Self-Development
Published: 3 years ago
|Updated: 3 years ago
ঘর ভর্তি মানুষের সামনে বক্তৃতা দেয়া বা প্রেজেন্টেশন দেয়ার চাইতে ভীতিকর কাজ হয়তো পৃথিবীতে আর একটিও নেই। কিন্তু তাই বলে এ নিয়ে আতংকিত না হয়ে নিয়মিত অনুশীলন চালিয়ে যান, দেখবেন আপনার স্নায়ু ধীরে ধীরে শান্ত হয়ে আসবে এবং এক সময় আপনি হয়ে উঠবেন একজন বিখ্যাত পাবলিক স্পিকার।
টমাস ফ্রাঙ্কস পাবলিক স্পিকিং এর ব্যাপারে ৯টি খুব ভালো টিপস দিয়েছেন যেগুলো আপনাকে একজন ভালো বক্তা হয়ে উঠতে সাহায্য করবে।
9
Tasks
১. নিজেকে শান্ত ও একভূত রেখে ধীরে ধীরে এমন ভাবে কথা বলুন যেন এর জন্যে আপনার ভেতর কিছুটা অস্বস্তি কাজ করে। কথা বলার গতি এমন পর্যায়ে রাখুন, যার দিগুণ গতিতে কথা বলা উচিৎ বলে আপনি মনে করেন।
Once
২. আপনার শারীরিক অঙ্গভঙ্গির দিকে নজর দিন। যেমন - আপনি কিভাবে হাত-পা নাড়াচাড়া করেন ইত্যাদি।
Once
৩. আপনার শ্রোতাদের সাথে আই-কন্টাক রেখে কথা বলার চেষ্টা করুন।
Once
৪. নিজের উদ্বেগ কমাতে এবং আপনার শ্রোতাদের সামনে আত্মবিশ্বাসের সাথে সফলভাবে বক্তৃতা দেওয়ার জন্য বেশি করে অনুশীলন করুন।
Once
৫. আপনার অনুশীলনগুলো রেকর্ড করার জন্য নিজের সাথে একটি ক্যামেরা রাখুন যেন পরবর্তীতে সেই ভিডীওগুলো দেখে আপনি নিজের ত্রুটিগুলো শুধরে নিতে পারেন।
Once
৬. আপনার শ্রোতাদের বোঝার চেষ্টা করুন এবং তারা আপনাকে কোন দৃষ্টিতে দেখে সেই ব্যাপারে খেয়াল রাখুন।
Once
৭. আপনার পারফরম্যান্সের উপর নজর দেয়ার পরিবর্তে যে বিষয় নিয়ে কাজ করছেন সেদিকে বিশেষ ভাবে নজর দিন।
Once
৮. আপনার চুল সুন্দর ভাবে কাটিয়ে নিন যেন আপনার প্রতি মানুষের প্রাথমিক ধারণা ভালো হয়।
Once
৯. কখনোই বেশি উত্তেজিত হয়ে যাবেন না, বক্তৃতা নিখুঁত হতে হবে এমন চিন্তা মাথায় আনবেন না, চেষ্টা করুন শেষ পর্যন্ত শান্ত ভাবে কথা বলে যেতে।