মার্ক জুকারবার্গের দৈনিক রুটিন হরেক রকম কাজ নিয়ে সাজানো। তিনি সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের পরিচালক। এই টেক সিইওর রোজ অনেক কিছুই করতে হয়।
আপনি যদি তাঁর মত হতে চান, তাহলে আপনাকে তাঁরই মত করে প্রতিদিনের কাজের তালিকা সাজাতে হবে। আপনার দৈনন্দিন রুটিকে মার্ক জুকারবার্গের মতো করে সাজাতে নীচের টিপস অনুসরণ করুনঃ
13
Tasks
১. সকাল ৮টার মধ্যে ঘুম থেকে উঠুন।
Daily 1x
২। সপ্তাহে অন্তত তিনবার শরীরচর্চা বা ব্যায়াম করুন।
Weekly 1x
৩. আপনার সকালের নাস্তার ব্যাপারে এতো খুঁতখুঁতে হবেন না, যেদিন আপনার যেটা খেতে ইচ্ছে হবে সেটিই খাবেন।
Daily 1x
৪. রোজ কি পরবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার বিভ্রান্তি দূর করতে, প্রায়সয়ই একই ধরনের কাপড় পরুন।
Daily 1x
৫. ছোট ছোট সিদ্ধান্ত নেয়ার জন্যে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন।
Daily 1x
৬. সপ্তাহে ৫০ থেকে ৬০ ঘন্টা কাজ করুন।
Daily 1x
৭. আপনি যে সময়টুকু কাজ করছেন না, সেই সময়টা আপনার চিন্তাশক্তিকে বিকশিত করার কাজে ব্যয় করুন। উদাহরণস্বরূপ: একটি নতুন ভাষা শিখুন।
Daily 1x
৮. প্রতি দুই সপ্তাহে অন্তত একটি নতুন বই পড়ুন।
Daily 1x
৯. ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে যতটুকু প্রয়োজন ভ্রমণে সময় ব্যয় করুন।
Weekly 2x
১০. ঘুমাতে যাবার আগে নিজ ধর্ম অনুসারে নিজের সন্তানদের জন্য প্রার্থনা করুন।
Daily 1x
১১. আপনার বাচ্চাদের সাথে ঘুমের রুটিনের ঠিক রাখতে গভীর রাতে হ্যাকিং সংক্রান্ত কাজের সময় পাল্টে নিন।