ক্রিপ্টোকারেন্সিতে যেভাবে ইনভেস্ট করবেন

by Virtunus Tech Tips
Technology
Published: 2 years ago
|Updated: 2 years ago
previewImage

ক্রিপ্টোকারেন্সির ক্রিপ্টো মূলত ক্রিপ্টোগ্রাফির অংশ। একধরনের বিশেষ নেটয়ার্ক যেখানে সব তথ্য জমা থাকে এবং সেখান থেকেই সব আদান প্রদান করা হয়ে থাকে। কারেন্সি হলো বিনিময় ব্যবস্থার প্রচলিত কোনো জিনিষ যা নির্দিষ্ট মূল্য বহন করে। যে কোনো সাধারন অর্থ আদান-প্রদান ব্যবস্থায় ব্যাংক, সরকার বা এধরনের কিছু মধ্যবর্তী পক্ষ থাকে। ক্রিপ্টোকারেন্সিতে এরকম কোনো মধ্যবর্তী মাধ্যম থাকে না। বর্তমানে ৪ হাজারের অধিক ক্রিপ্টোকারেন্সি বাজারে রয়েছে। ক্রিপ্টোকারেন্সিতে অন্যতম নাম বিট-কয়েন। এর মূল্যমান বেশি হবার কারন ২১ মিলিয়ন বিটকয়েন তৈরি হয়েছে এবং এর সংখ্যা নির্দিষ্ট। যেহেতু এই কয়েন আর বাড়ার সম্ভবনা নেই সে জন্যে স্বর্ণের মত এই কয়েনের মুল্য সময়ের সাথে বাড়ছে।

10

Tasks

১. ক্রিপ্টোকারেন্সিতে লংটার্ম ইনভেস্ট করার আগে প্রতিটি ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে সে ব্যাপারে ধারনা স্পষ্ট করুন।

Once

২. আপনার নির্বাচিত ক্রিপ্টোকারেন্সি কোন প্রতিষ্ঠান নিয়ন্ত্রন করে, এই কারেন্সির সাথে কোন কোন প্রজেক্ট সম্পৃক্ত আছে সে ব্যাপারে তথ্য অনুসন্ধান করুন।

Once

৩. cryptocurrency exchange যেখানে এই ডিজিটাল মানি বা ক্রিপ্টোকারেন্সি কেনা-বেচা করা যায় সেই প্লাটফর্ম সম্পর্কে জেনে নিন।

Once

৪. বিশ্বের অন্যতম জনপ্রিয় cryptocurrency exchange - Binance বা আপনার পছন্দঅনুযায়ী এক্সচেঞ্জে নিজের একাউন্ট খুলে নিন।

Once

৫. একাউন্ট খুলতে নিজের সচল ইমেইল আইডি, ব্যক্তিগত বিবরণ, ছবি, জাতীয় পরিচয় সনদ ইত্যাদি প্রদান করুন।

Once

৬. ২ থেকে ৩ দিন অপেক্ষা করুন আপনার একাউন্ট সক্রিয় হবার জন্য।

Once

৭. আপনার নগদ অর্থ বা পূর্বে ডিজিটাল ওয়ালেটে থাকা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের নিয়ম অনুযায়ী ডিপোজিট করুন।

Once

৮. আপনার ডিপোজিট করা অর্থের সমপরিমাণ বা যেটুকু আপনার ইচ্ছে, সেই পরিমান ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফরমে থাকা সেলারের কাছ থেকে কিনে নিন।

Once

৯. ট্রেডিং চার্ট অনুযায়ী আপনার নির্বাচিত কারেন্সির মূল্যমান বুঝে ডিজিটাল ওয়ালেটে ক্রিপ্টোকারেন্সি যুক্ত করুন।

Once

১০. স্টক এক্সচেঞ্জের মত একই উপায়ে আপনার একাউন্টে থাকা ক্রিপ্টকারেন্সি কখন বিক্রি করবেন কখন কিনবেন সেটি নির্ধারন করুন।

Once

Tags
avatar
Virtunus Tech Tips

0 Comments

Looking forward to your feedback