বাচ্চাদের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিৎ?

by Baseera Multimedia's Tips
Parenting
Published: 3 years ago
|Updated: 3 years ago

বাচ্চারা স্বভাবতই দুরন্ত৷ তাদের দুরন্তপনায় ঘর যেমন প্রানবন্ত হয়ে ওঠে, তেমনি আবার মাঝে মধ্যেই ঘটে নানান অঘটন। তাদের সামাল দেওয়াও তখন কঠিন হয়ে দাঁড়ায়। তাই তাদের সাথে কখন, কিভাবে, কী আচরণ করতে হবে সেই বিষয়ে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এ ব্যপারে আমাদের শেখার রয়েছে প্রচুর সুযোগ- তবে বিশেষ করে রাসূল (সঃ) বাচ্চাদের সাথে কেমন আচরণ করতেন তা থেকেই আসলে আমরা নিতে পারব শ্রেষ্ঠ শিক্ষা।

8

Tasks

যখনই শিশুদের উপর কোনো কারণে রাগ ওঠে, তাৎক্ষনিক ভাবে সেটার জবাব দিবেন না।

Daily 1x

রাগ উঠলে বা বিরক্ত হলে সে জায়গা ত্যাগ করুন , কিংবা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে কিছুটা সময় পার করে আবার সেই কাজে ফেরত আসুন।

Daily 1x

বাচ্চারা কোনো কাজ করতে না চাইলে তাকে ধমক দিয়ে কিছু বলবেন না।

Daily 1x

বাচ্চাদের কোনো কারণে মন খারাপ হলে সে ব্যাপারটি লক্ষ করুন এবং গুরুত্ব দিন।

Daily 1x

বাচ্চাদের মন খারাপ থাকলে কাছে গিয়ে মমতার সাথে মন খারাপের কারণ জানতে চান। তার দুঃখতে তার পাশে থাকুন।

Daily 1x

বাচ্চাদের কোনো কথা বা কাজ অবহেলার সাথে দেখবেন না।

Daily 1x

বাচ্চাদের সাথে খেলায় অংশ নিন। তাদের ভাষায় কথা বলুন।

Daily 1x

বাচ্চাদের সাথে সবসময় কথা বলার চেষ্টা করা। চমৎকার ব্যবহার করা, তাদের গুরুত্ব দেয়া। ছোট বলে তাদের দূরে না ঠেলে দেয়া।

Daily 1x

Tags
avatar
Baseera Multimedia's Tips

0 Comments

Looking forward to your feedback