কুরআনের সাথে সম্পর্কিত থাকতে ৫টি কাজ করুন

by Majed Mahmoud Bangla
Religion
Published: 3 years ago
|Updated: 3 years ago

কুরআন মানবজাতির জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামগুলোর একটি। আল্লাহ তায়ালা আমাদেরকে কুরআন পড়তে, বুঝতে এবং কুরআনের আয়াতগুলো নিয়ে চিন্তা-ভাবনা করতে নির্দেশ দিয়েছেন। মাতৃভাষা আরবি না হওয়ায় এবং আরবী শিখতে না পারায় অনেকেই অর্থ না বুঝে কুরআন পাঠ করে থাকেন। তারা ঠিকভাবে কুরআনের সাথে সংযুক্ত হতে পারেন না। কুরআনের প্রভাব তাদের ওপর পড়ে না। নিচে কুরআনের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য সহায়ক কিছু টিপস উল্লেখ করছি। কুরআনের সাথে সম্পর্কিত থাকতে এই ৫টি কাজ করুন :

5

Tasks

১. কুরআন শুনুন এবং পড়ুন।

Daily 1x

২. কুরআন পড়ার সময় অর্থ জেনে পড়ুন এবং বাণীগুলোর ব্যাপারে চিন্তা করুন।

Daily 1x

৩. কোরআনের বিধান নিজের জীবনে প্রয়োগ করুন। যদি আপনার উত্তরাধিকারের সম্পত্তি নিয়ে কোনো জটিলতা সৃষ্টি হয়ে থাকে, তাহলে কোরআনের মাধ্যমে তা সমাধানের চেষ্টা করুন। যে কোনো প্রশ্ন বা সমস্যার সমাধানের জন্য কুরআনের কাছে যান।

Daily 1x

৪. কুরআনে বর্ণিত আল্লাহ তা’লার আদেশের উপর আমল করুন। অর্থাৎ সালাত কায়েম করুন, গীবত করা থেকে বিরত থাকুন ইত্যাদি।

Daily 1x

৫. আপনার শরীর ও আত্মার ঔষধ হিসাবে কুরআনের দু'আগুলো পড়ুন। যেমন যে কোনো অসুস্থতার জন্যই সূরা ফাতিহা পাঠ করা যেতে পারে।

Daily 1x

Tags
avatar
Majed Mahmoud Bangla

0 Comments

Looking forward to your feedback