রমজান মাসে ইফেক্টিভভাবে পড়ালেখা করার টিপস

by Jhankar Mahbub's Tips
Education
Published: 2 years ago
|Updated: 2 years ago

রমযান মাস ভালো অভ্যাস তৈরি করার জন্য হতে পারে সবচেয়ে উত্তম একটি সময়। কিন্তু অধিকাংশ ছেলেমেয়েরাই অভিযোগ করে যে তারা রোজা রেখে ক্লান্ত হয়ে পরে। ফলে তারা প্রত্যাশা অনুযায়ী লেখাপড়া করতে পারে না। তাই, আজ আপনাদের সাথে শেয়ার করবো রমজান মাসে ইফেক্টিভভাবে পড়ালেখা করার টিপস। টিপসগুলো অনুসরণ করলে আপনি রোজা রেখেও পুরাদমে আপনার পড়ালেখা চালিয়ে যেতে পারবেন।

7

Tasks

১| “আমি আজ পড়তে পারবো না। আজ আমি খুব ক্লান্ত”- এমন ধরনের কথা বলা বন্ধ করে দিন।

Once

২| নিজের এনার্জি কার্ভ অর্থাৎ, দিনের কোন সময়ে আপনার এনার্জি বেশি থাকে আর কখন কম থাকে তা বোঝার চেষ্টা করুন।

Once

৩| যখন আপনার এনার্জি বেশি থাকে তখন কঠিন বিষয়গুলো যেমন- পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গনিত ইত্যাদি পড়ুন ও ইফেক্টিভ কাজ করুন। পক্ষান্তরে, আপনার লো এনার্জি টাইমে খুব বেশি মাথা খাটাতে হয় না এমন কাজগুলো করুন। যেমন- সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, খবরের কাগজ পড়া ইত্যাদি।

Daily 1x

৪| দিনের কোন সময় কোন কাজটি করবেন তা আগে থেকেই নির্ধারণ করে ফেলুন। অর্থাৎ টাইমবক্সিং পদ্ধতি অনুসরণ করে আপনার পড়ার রুটিন তৈরি করে নিন।

Daily 1x

৫| রমজান ডিসিপ্লিনড (Disciplined) হওয়ার সবচেয়ে ভালো সময়। তাই এই মাসটিকে ভালো অভ্যাস তৈরি করতে কাজে লাগান। ছোট ছোট লক্ষ নির্ধারণ করে সেগুলো অর্জনের চেষ্টা করুন।

Daily 1x

৬| যে সব কাজে সময় নষ্ট হয় বা যে সব কাজ আমরা বদভ্যাস মনে করি, ছাড়তে চাই, কিন্তু পারি না, রমজানের ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে সেই সময় নষ্ট করা বদভ্যাস দূর করার চেষ্টা করুন।

Daily 1x

৭| উপরের ৫ ও ৬ মিলিয়ে নিজেকে পরিবর্তন করার জন্য ৩০ দিনের চ্যালেঞ্জ গ্রহণ করুন। প্ল্যান অনুযায়ী কাজ করুন এবং রমজানের পরেও তা কন্টিনিউ করুন।

Daily 1x

Tags
avatar
Jhankar Mahbub's Tips

0 Comments

Looking forward to your feedback