যে ১৩টি কার্যকরী বিজ্ঞান-সম্মত উপায়ে আপনি পড়াশোনা করতে পারেন
by Trapa Das Gupta
Education
Published: 2 years ago
|Updated: 2 years ago
ফাইনাল বা মূল পরীক্ষার ফলাফল নির্ভর করে আপনি কতাটা কার্যকর এবং সঠিক উপায়ে পড়া আর পর্যালোচনার কাজগুলো সম্পন্ন করেছেন তার উপরে।
থমাস ফ্র্যাঙ্ক একই সাথে একজন মোটিভেশনাল বা প্রেরণাদানকারী বক্তা, বিখ্যাত ইউটিউবার এবং একজন প্রসিদ্ধ ইনফ্লুইয়েন্সার। তিনি ১৩টি কার্যকরী বিজ্ঞান সমর্থিত উপায়ে পড়াশোনা করার উপায় আলচোনা করেছেন, যা আপনার জন্যে উপকারী হতে পারে। চলুন দেখে নেওয়া যাক সেই উপায়গুলো:
13
Tasks
আপনার রিভিউ সেশনগুলোর নির্দিষ্ট সময় পরপর সাজিয়ে নিন, যেন আপনি স্পেসিং ইফেক্টের সুবিধা ভোগ করতে পারেন।
Once
আপনার পড়ার সেশনগুলো উপভোগ্য করে তুলতে Pomodoro টেকনিক ব্যবহার করুন এবং প্রতিটি সেশন সম্পন্ন করুন।
Once
নিজের জন্যে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করুন এবং মনে করুন আপনি নিজেই নিজের শিক্ষক।
Once
সমস্যাগুলো নিয়ে বেশি পরিমানে কাজ করুন, যতটা সম্ভব সেগুলো অনুশীলন করুন এবং চিন্তার পরিধি বৃদ্ধি করুন।
Once
একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করুন এবং সেই বিষটিতে সম্পূর্ন মনোনিবেশ করুন।
Once
দুটো ভিন্ন তথ্যকে একসাথে মনে রাখার বিশেষ পদ্ধতি Mnemonics ব্যবহার করতে শিখুন।
Once
আপনি যে বিষয়্টি নিয়ে কাজ করছেন বা পরছেন সে ব্যাপারে নিজের আগ্রহ এবং কৌতূহল বাড়ানোর চেষ্টা করুন।
Once
নিয়মিত ভাবে দুটো আলাদা বিষয়ে বা সমস্যার ব্যাপারে অদল-বদল করে ভাবুন।
Once
যদি সম্ভব হয় তাহলে অন্তত একটি পড়ার সেশন শ্রেণীকক্ষে বসে সম্পন্ন করার চেষ্টা করুন।
Once
দীর্ঘ সময় ধরে পড়ার পর কিছু সময়ের জন্যে বিশ্রাম করুন ( ৫ - ৭ মিনিট) এবং তারপর হাঁটতে বের হন।
Once
আপনার সমস্যাগুলো গ্রুপে আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করুন এবং কিছুটা সময় নিয়ে সমস্যাগুলোর উপর কাজ করুন।
Once
মনোযোগের সাথে পড়ালেখা করার জন্যে শান্তিময় পরিবেশ বা পড়ার ঘর নির্বাচন করুন।
Once
নিজের মস্তিষ্ককে তাজা আর ধারালো রাখতে নিজের ঘুমের ব্যাপারে সচেতন হোন এবং ভালোভাবে ঘুমানোর চেষ্টা করুন।