যে কোন কাজ ইফেক্টিভলি শেখার ৫ টেকনিক

by Jhankar Mahbub's Tips
Self-Development
Published: 3 years ago
|Updated: 2 years ago

পিন্টারেস্টে গ্রাফিক্সের অদ্ভূত সুন্দর একটা বোর্ড দেখে মনে হল গ্রাফিক্সের কাজ শিখলে মন্দ হয় না।শেখার জন্য ইউটিউবে হাজারটা ভিডিও আর টিউটোরিয়াল তো আছে। কিন্ত তবুও কেন যেন পুরোপুরিভাবে শেখাটা আর হয়ে উঠছে না। প্রতিজ্ঞা করি ক্যালকুলাসটা একেবারে শিখেই ছাড়বো। কিন্তু ইন্টিগ্রেশনে পা দিতে দিতেই দৌড়ে পালানোর অবস্থা। আবার শিখতে শুরু করার কিছুক্ষণ পরেই মনে হয় শিখে হবেটা কি আমার! এই ধরণের নানা চিন্তার মাঝখানে থেকেই কী করে যে কোনো কাজ ইফেক্টিভলি শিখে ফেলা যায় তা নিয়েই নিচের টিপস গুলো:

5

Tasks

১. কাজ শিখতে গেলে যে বিষয়গুলো তুলনমূলকভাবে বেশি কঠিন লাগে, তাতে বেশি সময় দিন বা তা বেশি বেশি প্র্যাক্টিস করুন।

Daily 1x

২. অভিজ্ঞ পূর্বগামীদের অনুসরণের মাধ্যমে শেখা শুরু করুন।

Once

৩. পুরোপুরি অন্ধ অনুসরণ না করে অভিজ্ঞদের প্র্যাকটিসের সাথে নিজস্ব আইডিয়া বা সমন্বয় যোগ করুন।

Once

৪. কাজ বিষয়ক যে কোনো তথ্য সংগ্রহ বা যে কোনো সমস্যার সমাধান নিজে নিজে করার চেষ্টা করুন। অর্থাৎ নিজের লার্নিং অ্যাবিলিটি বাড়িয়ে নিন।

Once

৫. মাঝপথে যেন লক্ষ্যহীন না হয়ে পড়েন তাই কাজটা শিখে সামনে কী অর্জন করতে চাচ্ছেন তার একটা লক্ষ্যমাত্রা বা গোল সেট করে নিন।

Once

Tags
avatar
Jhankar Mahbub's Tips

0 Comments

Looking forward to your feedback