আপনার উইন্ডোজ ল্যাপটপ বা কম্পিউটারকে ফাস্ট করে তুলবেন যে ৯ উপায়ে

by Virtunus Tech Tips
Technology
Published: 2 years ago
|Updated: 2 years ago
previewImage

দীর্ঘদিন কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করতে থাকলে ধীরে ধীরে ডিভাইসের পারফরম্যান্স কমে আসতে শুরু করে এবং সাধারন ভাষায় যাকে স্লো হয়ে যাওয়া বলা হয়ে থাকে। আপনার কম্পিউটারের এই স্লো হয়ে যাওয়ার সমস্যা রোধ করতে বা পারফ্রম্যান্স কমপক্ষে ৩০% বাড়িয়ে নিতে যে কাজগুলো করতে পারেন সেগুলো নিচে আলোচনা করা হলোঃ

9

Tasks

১. আপনার ল্যাপটপ বা পিসির Power Mode সব সময় Performance মোডে রাখুন।

Once

২. আপনার ডিভাইসের Startup Program হিসেবে অপ্রয়োজনীয় কোনো প্রোগ্রাম চালু হচ্ছে কিনা সেটি নজরে রাকুন। দরকার নাই এমন প্রোগ্রাম স্টার্টাপ থেকে রিমুভ করে দিন।

Once

৩. অপ্রয়োজনীয় ফাইল ফোল্ডার ডিলিট করে মেমরী খালি রাখুন। কোন ফাইল ডিলিট করবেন সেগুলো খুঁজে পেতে Storage Sense প্রোগ্রামটি চালু করে, ব্যবহার করুন।

Once

৪. প্রতি ৩ থেকে ৬ মাস অন্তর অন্তর আপনার কম্পিউটারের স্টীরেজকে Defragmentation করুন।

Once

৫. আপনার রোজ ব্যবহৃত সফটওয়্যারগুলোকে নিয়মিত আপডেট রাখার চেষ্টা করুন।

Once

৬. Windows Defender ছাড়া অন্য Antivirus ব্যবহার করা থেকে বিরত থাকুন।

Once

৭. লাইভ ওয়াল পেপার বা মডীফাইড সেটআপ ব্যবহার না করে একরঙের ওয়ালপেপার এবং সিম্পল সেটআপে ডিভাইস ব্যবহার করুন।

Once

৮. অপ্রইয়োজনীয় সকল প্রোগ্রাম সেটিংস থেকে রিমুভ করে দিন এবং দরকার না হলে নতুন সফটওয়্যার ইন্সটল করা থেকে বিরত থাকুন।

Once

৯. দৈনিক একবার হলেও আপনার পিসি বা ল্যাপটপ রিস্টার্ট করুন বা সাট ডাউন করুন।

Once

Tags
avatar
Virtunus Tech Tips

0 Comments

Looking forward to your feedback